চাকরির খবর

মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ, প্রতিমাসে বেতন ২১ হাজার টাকা

Advertisement

ভারত সরকারের বোর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। পুরুষ মহিলা উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Employment No-
পদের নাম- Head Constable
মোট শূন্যপদ- ১৪১০ টি। (Male-1343, Female-67)
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলো হলো- Cobbler, Tailor, Plumber, Painter, Electrician, Pump Operator, Draughtsman, Upholster, Tin Smith, Butcher, Cook, Water Carrier, Washer Man, Barber, Sweeper, Waiter, Mali, Khoji

চাকরির খবরঃ রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ

join Telegram

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যে জুট কর্পোরেশনে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি www.rectt.bsf.gov.in গিয়ে অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ- বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের Physical Standards Test -এর মাধ্যমে নিয়োগ করা হবে।

FB Join

Official Notification: Download Now
Apply Now: Click Here

Related Articles