চাকরির খবর

দ্বিতীয় দফার NTPC পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলো রেলওয়ে বোর্ড, দেখুন পরীক্ষাসূচী

Advertisement

Exam Bangla: ইতিমধ্যেই শুরু হয়েছে প্রথম দফার Railway NTPC পরীক্ষা। এবং প্রথম দফার NTPC পরীক্ষা শেষ হবে 13 জানুয়ারি। এই প্রথম দফার এনটিপিসি পরীক্ষা শেষ হতে না হতেই দ্বিতীয় দফার এনটিপিসি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এদিন 2 জানুয়ারি, শনিবার রেল বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে দ্বিতীয় দফার এনটিপিসি পরীক্ষা শুরু হবে আগামী 16 জানুয়ারি, 2021 তারিখ থেকে, তা চলবে 30 জানুয়ারি পর্যন্ত। RRB NTPC All Shift Questions

এদিনের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই দ্বিতীয় দফার এনটিপিসি পরীক্ষায় মোট 27 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রসঙ্গত, প্রথম দফায় প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা আয়োজন করেছিল রেল বোর্ড। প্রতিদিন মোট দুটি শিফটে প্রথম দফার এনটিপিসি পরীক্ষা নেওয়া হচ্ছে। যেসব পরীক্ষার্থীদের দ্বিতীয় দফায় পরীক্ষা হবে, তারা 6 জানুয়ারি থেকে Exam City, Exam Date, Exam Shift জানতে পারবেন। এবং ওই দিন থেকে তপশিলি প্রার্থীরা Free travelling authority ডাউনলোড করতে পারবেন।

যেসব প্রার্থীদের দ্বিতীয় দফায় পরীক্ষা হবে, তাদের মোবাইল নম্বর এবং ইমেইল আইডিতে মেসেজ পাঠাবে রেল বোর্ড। পরীক্ষার্থীদের নিজ নিজ পরীক্ষা তারিখের চার দিন আগে থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রসঙ্গত, যেসব পরীক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় দফায় পরীক্ষা হলো না, তাদের ক্ষেত্রে পরবর্তী দফা গুলিতে পরীক্ষা নেওয়া হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড -এর তরফ থেকে জানানো হয়েছে, যেকোন অফিশিয়াল আপডেট এর জন্য RRB Official Website ফলো করতে।

Railway NTPC 2nd Phase Exam Date

Related Articles