১) সম্প্রতি কোন ব্যাংক “Indus Corporate”- নামক মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলো?
উঃ IndusInd Bank.
২) সদ্যপ্রয়াত আনোয়ার সাগর কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?
উঃ গীতিকার। তিনি ৮০ এবং ৯০ দশকে বহু গান লিখেছেন।
৩) সম্প্রতি কোন রাজ্যে “স্পন্দন”- নামক ক্যাম্পেইন শুরু করা হলো?
উঃ ছত্তিশগড় রাজ্যে।
৪) সম্প্রতি কোন রাজ্যে “MeraVetan”- নামক সরকারি কর্মীদের জন্য বেতন ট্র্যাকিং অ্যাপ্লিকেশন লঞ্চ করা হলো?
উঃ জম্মু ও কাশ্মীর।
৫) সম্প্রতি কে “কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভাণ্ডার” (KPKB)- এর CEO হিসেবে নিযুক্ত হলেন?
উঃ রাজীভ রঞ্জন কুমার। তিনি R M Meena- র স্থলাভিষিক্ত হলেন।
৬) সদ্য প্রয়াত বাসু চ্যাটার্জি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?
উঃ সিনেমা পরিচালক। ব্যোমকেশ বক্সী সিরিজ সহ আরো বহু সিনেমা পরিচালনা করেছেন।
৭) The Asian University Rankings 2020- এর তালিকায় ভারতের কয়টি বিশ্ববিদ্যালয় স্থান অর্জন করেছে?
উঃ ৮ টি। এই তালিকা প্রকাশ করেছে Times Higher Education (THE).
৮) সামাজিক দূরত্ব বজায় রাখতে সম্প্রতি Google কোন অ্যাপ লঞ্চ করলো?
উঃ “Sodar”- নামক মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে। যা সামাজিক দূরত্ব বজায় রাখতে সাহায্য করবে।
৯) The Great India Tea and Snacks বইটি কার লেখা?
Ans- কৃতিকা পান্ডে। সম্প্রতি তিনি এই বইয়ের জন্য “Commonwealth Short Story Prize” পুরস্কারে ভূষিত হয়েছেন।
১০) সম্প্রতি কোন ভারতীয় IAS অফিসার বিশ্ব ব্যাংকের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হলেন?
উঃ রাজিব তোপনো।
১১) সম্প্রতি কোন ভারতীয় IAS অফিসার World Trade organisation- এর ভারতীয় দূত হিসেবে নিযুক্ত হলেন?
উঃ ব্রাজেন্দ্র নভনিত।