শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তোলপাড় গোটা রাজ্য। উচ্চ প্রাথমিক, নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণী, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত ক্ষেত্রের নিয়োগ তালিকাতেই অযোগ্য প্রার্থীরা! অভিযোগের ভিত্তিতে চলছে চিহ্নিতকরণ ও চাকরি বাতিল প্রক্রিয়া। এরইমধ্যে এদিন আদালতে দুর্নীতির কথা স্বীকার করে নিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। যার ফলে বাতিল হতে চলেছে আরও ৮০০ র বেশী শিক্ষকদের চাকরি!
২০১৬ সালে এসএসসির নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সে বছরের নিয়োগ তালিকায় নাম ছিল প্রায় ৯৫২ জন প্রার্থীর। যাদের মধ্যে অধিকাংশ প্রার্থীর ওএমআর শিট (উত্তরপত্রের) বিকৃতি লক্ষ্য করা গিয়েছিল। এই সকল প্রার্থীর উত্তরপত্র ও সার্ভারের নম্বরে বিস্তর ফারাক। ‘এক’ ‘দুই’ কিংবা ‘শূন্য’ পাওয়া প্রার্থীদের নম্বর জালিয়াতির মাধ্যমে পরিবর্তিত হয়েছিল ‘৫২’ ‘৫৩’ নম্বরে! সংশ্লিষ্ট ঘটনাটি আদালতে প্রকাশ হতে বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসির উদ্দেশ্যে প্রশ্ন করেন, এই সকল প্রার্থীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে কমিশন। এরপরই বৃহস্পতিবার মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশন তাদের সিদ্ধান্ত জানায়।
চাকরির খবরঃ কৃষি বিজ্ঞান কেন্দ্রে মাধ্যমিক পাশে নিয়োগ
এদিন এসএসসির তরফে জানানো হয়েছে, ২০১৬ সালের নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ তালিকা থেকে প্রায় ৮০০ এর বেশি অযোগ্য শিক্ষকদের চিহ্নিত করে নির্দিষ্ট আইন মেনে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। সমগ্র প্রক্রিয়াটি পর্যায়ক্রমে সম্পন্ন হবে। সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়োগপত্র বাতিল করবে কমিশন। আর এই বিষয়ে নোটিশ জারি করে আগামী সপ্তাহের মধ্যেই চাকরি বাতিল প্রক্রিয়া শুরু করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কান্ডে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের সংখ্যা ক্রমশ বাড়ছে। আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে যাবে এখন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।