India Post Payments Bank -এ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বয়সসীমা কত হতে হবে বিস্তারিত জেনে নিন।
Employment No.- IPPB/HR/CO/RECT./2022-23/04
পদের নাম- Junior Associate (IT)
মোট শূন্যপদ- 15 টি।
পদের নাম- Assistant Manager (IT)
মোট শূন্যপদ- 10 টি।
পদের নাম- Manager (IT)
মোট শূন্যপদ- 9 টি।
পদের নাম- Senior Manager (IT)
মোট শূন্যপদ- 5 টি।
পদের নাম- Chief Manager (IT)
মোট শূন্যপদ- 2 টি।
বয়স সীমা- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 55 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2023 তারিখের হিসাবে।
চাকরির খবরঃ রাজ্যে হোমগার্ড পদে নিয়োগ চলছে
শিক্ষাগত যোগ্যতা- প্রতিটি পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে অন্তত গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। পাশাপাশি অন্যান্য পেশাগত কোর্স করে থাকতে হবে। প্রতিটি পদে আবেদন করার জন্য আবেদনকারীকে ডিপার্টমেন্ট অফ পোস্টে কর্মরত হয়ে থাকতে হবে। বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বিস্তারিত জানতে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি ইমেলের মাধ্যমে। নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে, সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ইমেইল আইডি-
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- 28 ফেব্রুয়ারি, 2023।
Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here