চাকরির খবর

Group D | কারা নিয়োগ পাবেন গ্রুপ ডি শূন্যপদে? সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করলো এসএসসি!

Advertisement

সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এসএসসি গ্রুপ ডি পদে জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া প্রায় ১,৯১১ জন প্রার্থীর চাকরি বাতিল হয়েছে। এবার ওই শূন্যপদে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন বিচারপতি। সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছিল। আর এবার গ্রুপ ডি শূন্যপদে প্রার্থী নিয়োগের সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সংশ্লিষ্ট তালিকাটি প্রকাশ করা হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের সভাপতি সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন, আগামী তিন সপ্তাহের মধ্যে নিয়োগ কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া যে সকল প্রার্থীদের কাউন্সেলিং এর জন্য ডাকা হবে তাদের তালিকাও প্রকাশ করবে কমিশন। তবে এও জানানো হয়েছিল, এবারের নিয়োগ প্রক্রিয়ায় অত্যন্ত সতর্ক পদক্ষেপ নেওয়া হচ্ছে এসএসসির তরফে। সেক্ষেত্রে বিশেষ পদ্ধতিতে চেকিং হবে প্রার্থীদের উত্তরপত্র। আর এই নিয়োগ সংক্রান্ত তথ্যাবলী আগামী ১৫ই ফেব্রুয়ারির মধ্যে আদালতে পেশ করবে কমিশন। তবে এরইমধ্যে শূন্যপদে নিয়োগের জন্য বাছাই করা ১,৪৪৪ জন প্রার্থীর একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে এসএসসি। যদিও এর সাথে জানানো হয়েছে, যেহেতু এই তালিকাটি সম্ভাব্য তালিকা তাই এই তালিকাটি প্রয়োজনে সংশোধন করা হতে পারে।

চাকরির খবরঃ রাজ্যে হোমগার্ড পদে নিয়োগ চলছে

join Telegram

এসএসসির তরফে জানানো হয়েছে, কিছু দিনের মধ্যেই গ্রুপ ডি প্রার্থী নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রসঙ্গত, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ওএমআর শিটেও গরমিলের অভিযোগ থাকায় সতর্ক পথে হাঁটছে কমিশন। এসএসসি সভাপতি সিদ্ধার্থ মজুমদারের কথায়, আদালতের দেওয়া সময়ের মধ্যে শূন্যপদে প্রার্থী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপরতা গ্রহণ করা হচ্ছে।

FB Join

Related Articles