শিক্ষার খবর

মাধ্যমিক উচ্চমাধ্যমিক নিয়ে কড়া নির্দেশ! প্রাইমারি টেটের ধাঁচেই হবে এবারের বোর্ড পরীক্ষা!

Advertisement

আর কিছুদিনের মধ্যেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এবার বোর্ডের পরীক্ষার নিরাপত্তায় কোনোরকম আপস করতে চায় না রাজ্য সরকার। কিছুদিন আগেই অনুষ্ঠিত হওয়া প্রাইমারি টেটে যেমন কড়া নিরাপত্তার বন্ধনী রাখা হয়েছিল, ঠিক তেমনই নিরাপত্তার বেড়াজালে আসন্ন বোর্ড পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে। সাম্প্রতিককালের বৈঠকে তেমনটাই জানালেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

প্রাইমারি টেট পরীক্ষার ধাঁচেই রাজ্যের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা পরিচালনা করতে চায় রাজ্য। সম্প্রতি বোর্ড পরীক্ষার নিরাপত্তা প্রসঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছিল নবান্নে। বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চপদস্থ কর্তারা।

Madhyamik Suggestion 2023 PDF: Download Now

সূত্রের খবর, সংশ্লিষ্ট বৈঠকে মুখ্যসচিব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় যাতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকে সে বিষয়ে জেলাগুলিকে সতর্ক করেন। তিনি জানান, কোনোও অপ্রীতিকর ঘটনা ঘটলে জেলা প্রশাসনের কাছ থেকেই কৈফিয়ত চাওয়া হবে। এর সাথে বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সুরক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে। প্রসঙ্গত, এর মধ্যেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। ফলে পরীক্ষা চলাকালীন অশান্তি এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণের পথে রাজ্য। বৈঠকে মুখ্যসচিবের নির্দেশ, পরীক্ষার দিনগুলিতে কড়া পুলিশি পাহারা যাতে বজায় থাকে সেদিকেও নজর রাখতে হবে।

উচ্চমাধ্যমিক পরীক্ষার সাজেশন 2023 PDF: Download Now

FB Join

আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023

সূত্রের খবর, এরইমধ্যে সারা রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিচালনা সংক্রান্ত একটি বিস্তারিত নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবারের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক নিয়ে একাধিক নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেমন, পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো, অ্যাপের মাধ্যমে নজরদারির ব্যবস্থা, ভাঙচুর ও টুকলি রুখতে পদক্ষেপ গ্রহণ ইত্যাদি। অতএব বোঝাই যাচ্ছে, চলতি বছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অত্যন্ত তৎপর রাজ্য।

Related Articles