শিক্ষার খবর

CTET পরীক্ষার Answer Key নিয়ে আপত্তি রয়েছে? চ্যালেঞ্জ জানাবেন কিভাবে? জেনে নিন পদ্ধতি সহ বিস্তারিত

Advertisement

সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (CTET) ২০২২ পরীক্ষার ‘প্রভিশনাল অ্যানসার কি’ প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে (ctet.nic.in) এ গিয়ে ‘অ্যানসার কি’ দেখতে পারবেন পরীক্ষার্থীরা। সাথে এই অ্যানসার কি নিয়ে কোনোও আপত্তি থাকলে সেক্ষেত্রে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।

সিটেট পরীক্ষার অ্যানসার কি নিয়ে চ্যালেঞ্জ জানাবেন কিভাবে?

১) চ্যালেঞ্জ জানানোর জন্য পরীক্ষার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (ctet.nic.in) এ যেতে হবে।
২) এরপর হোমপেজে ‘সাবমিট কি চ্যালেঞ্জ ফর CTET ডিসেম্বর ২০২২’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার ওপেন হওয়া নতুন উইন্ডোতে রোল নম্বর ও জন্মতারিখ দিতে হবে।
৪) এর পরবর্তী ধাপে যে প্রশ্নটি নিয়ে আপত্তি রয়েছে বা যে প্রশ্নটি নিয়ে চ্যালেঞ্জ জানাবেন তা বেছে নিতে হবে।
৫) এবার উপযুক্ত প্রমাণ সহ চ্যালেঞ্জটি সাবমিট করতে হবে পরীক্ষার্থীদের।

আরও পড়ুনঃ রাজ্যে BSK -তে ৩ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ

FB Join

সিটেট পরীক্ষার ‘প্রভিশনাল অ্যানসার কি’ নিয়ে চ্যালেঞ্জ জানানোর সময়সীমা ধার্য হয়েছে আগামী ১৭ই ফেব্রুয়ারি দুপুর বারোটা পর্যন্ত। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যেই চ্যালেঞ্জ জানাতে হবে। চ্যালেঞ্জ জানানো প্রতি প্রশ্নের জন্য ১০০০/- টাকা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর পরীক্ষার্থীদের চ্যালেঞ্জগুলির বিবেচনা সেরে ‘চূড়ান্ত অ্যানসার কি’ প্রকাশ করা হবে। এবং এই চূড়ান্ত উত্তর সঙ্কেতের উপর ভিত্তি করেই সিটেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, ২০২২ সালের ২৮শে ডিসেম্বর থেকে চলতি বছরের ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন তারিখে দেশের ৭৪টি শহরের ২৪৩টি পরীক্ষা কেন্দ্রে সিটেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পরীক্ষাটি নেওয়া হয় দুটি শিফটে। পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় আড়াই লক্ষেরও বেশি পরীক্ষার্থী।

Related Articles