এবার থেকে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (CUET) এর মাধ্যমেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে ভর্তি নেওয়ার নির্দেশ দিল ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (ইউজিসি)। সম্প্রতি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে বিস্তারিত বিজ্ঞপ্তি ও নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
‘CUET’ পরীক্ষাটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রবেশিকা পরীক্ষা হিসেবে বিবেচিত। সংশ্লিষ্ট পরীক্ষার আয়োজনে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। চলতি বছরেও এই ‘CUET-UG’ পরীক্ষা আয়োজিত হবে। আগামী ২১শে মে থেকে পরীক্ষা শুরুর সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন গ্রহণ চলবে আগামী ১২ই মার্চ পর্যন্ত। সেক্ষেত্রে প্রার্থীরা (cuet.samarth.ac.in) ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার রেজিস্ট্রেশন করতে পারবেন।
আরও পড়ুনঃ
মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন ২০২৩
সাংবাদিকতার কোর্সে ভর্তি চলছে
সাধারণত স্নাতক স্তরে ভর্তির জন্য ভিন্ন ভিন্ন প্রবেশিকা পরীক্ষার আয়োজন করে দেশের বিশ্ববিদ্যালয়গুলি। সূত্রের খবর, এবার থেকে একটি প্রবেশিকা পরীক্ষা (কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট) এর নম্বরের ভিত্তিতেই পড়ুয়াদের ভর্তি নেওয়ার আর্জি জানানো হয়েছে ইউজিসির তরফে। সেক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ডিমড বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সহ রাজ্যের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে ‘CUET’ এর নম্বরকে প্রাধান্য দেওয়ার কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, আগ্রহী পরীক্ষার্থীরা ‘CUET’ পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানতে পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই ফলো করবেন।