কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে ওটি টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন।
Employment No- BECIL/MR-PROJECT-1/AIIMS(Kalyani)/Advt.2023/277
পদের নাম– Speech Therapist
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান Speech এবং Hearing B.Sc করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ৪৩,৯০০/- টাকা।
চাকরির খবরঃ কেন্দ্রীয় বিদ্যালয়ে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ
পদের নাম- Technical Assistant/ OT Technician
মোট শূন্যপদ- ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ OT Techniques ডিগ্ৰী করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ২৫ বছর থেকে ৩৫ বছর মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ৪৩,৯০০/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যে মি-ডে-মিল প্রকল্পে কর্মী নিয়োগ
পদের নাম- Manager/ Supervisor/ Gas Officer
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mechanical Engineering -এ Degree সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ৪৫,৩০০/- টাকা।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ GEN/ OBC/ ESM/ Women প্রার্থীদের ক্ষেত্রে ৮৫০/- টাকা এবং SC/ ST/ EWS/ PH প্রার্থীদের ক্ষেত্রে ৫৩১/- টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ- ৬ মার্চ, ২০২৩
Official Notification: Download Now
Apply Now: Click Here