শিক্ষার খবর

Madhyamik Exam 2023: মাধ্যমিকের আগেই স্থগিত রাখা হলো বাংলা বনধ! পড়ুন বিস্তারিত

Advertisement

Madhyamik Exam 2023: আগামীকাল ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষার শুরুতেই বনধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল পাহাড়ে। সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বারো ঘন্টার বনধ ডেকেছিলেন বিনয় তামাংরা। তবে এবার সে সিদ্ধান্তে আনা হলো বদল।

এদিন গোর্খা জণমুক্তি মোর্চা ও হামরো পার্টির তরফে জানানো হয়েছে, আগামীকালের বারো ঘন্টার বনধ স্থগিত রাখা হচ্ছ। অর্থাৎ কাল কোনোরকম বনধ হচ্ছে না। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বনধের বিপক্ষে বক্তব্য রাখেন। পাহাড়ে বনধের কথা জানতে পেরে কড়া বার্তা দেন তিনি। তিনি জানান, কোনোরকম বনধ কে সমর্থন করেন না মুখ্যমন্ত্রী। এর সাথে তিনি কঠোর হাতে বনধের মোকাবিলায় প্রশাসনকে সরাসরি নির্দেশ দেন। সূত্রের খবর, এরপরেই পাহাড়ে সক্রিয় হয় পুলিশ প্রশাসন।

আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট 2023 কবে বেরোবে জেনে নিন

অন্যদিকে, আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ফলে বনধ বজায় থাকলে ভোগান্তির মুখে পড়তেন পরীক্ষার্থীরা। দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ে বসবাসরত কয়েক হাজার পরীক্ষার্থী এবারের মাধ্যমিকে অংশগ্রহণ করছেন।

আরও পড়ুনঃ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2023

তাই মাধ্যমিক পরীক্ষার কথা চিন্তা করে ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে বনধ প্রত্যাহারের সিদ্ধান্ত বিনয় তামাংদের। ফলে বর্তমানে স্বস্তিতে পরীক্ষার্থীরা। প্রসঙ্গত, সম্প্রতি সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, মাধ্যমিক পরীক্ষার দিনে বনধ প্রসঙ্গে বিনয় তামাংরা আশ্বাস দিয়েছিলেন। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছিল। এরপরই এদিন বনধ স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হলো।

join Telegram

Related Articles