রাজ্যের কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No-
পদের নাম- Primary, TGT, PGT, Bengali Teacher, Educator
যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলো হলো– Hindi, English, Math, Science, Sanskrit, Social Science, Physics, Chemistry, Biology, History, Geography, Political Science, Economic, Commerce
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
চাকরির খবরঃ রাজ্যের ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা– 1) PGT পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ সহ B.Ed করা থাকতে হবে। 2) TGT পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ৫০ শতাংশ নম্বর নিয়ে Bachelor Degree সহ CTET পাশ করে থাকতে হবে। 3) PGT (Computer Science) পদের ক্ষেত্রে B.E/ B.Tech সহ পোস্ট গ্র্যাজুয়েট করা থাকতে হবে। 4) Primary Teacher পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ সহ D.EI.Ed করা থাকতে হবে। 5) Computer Instructor পদের ক্ষেত্রে B.E/ B.Tech/ BCA/ MCA/ M.Sc করা থাকতে হবে।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ স্থান- Kendriya Vidyalaya Sevoke Road, Salugara, Dist. – Jalpaiguri
West Bengal, 734008
ইন্টারভিউ তারিখ- ৯, ১০ মার্চ, ২০২৩
Official Notification: Download Now
Official Website: Click Here