চাকরির খবর

রাজ্যের জেলা পরিষদে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৪ হাজার টাকা

Advertisement

রাজ্য জেলা পরিষদের তারফে ডাটা এন্ট্রি অপারেটর, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগর অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- 231/SBM(G)-Recruitment/ JZP/23
পদের নাম- Additional District Co-Ordinator
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Civil Engineering -এ Diploma করে করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন– প্রতিমাসে বেতন ২৪,০০০/- টাকা।

পদের নাম- Data Entry Operator
মোট শূন্যপদ– ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্ৰ্যাজুয়েশন পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ১১,৯৯০/- টাকা।

চাকরির খবরঃ ভারতীয় স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ

join Telegram

Employment No- 232/PMAY(G)-Recruitment/ JZP/23
পদের নাম- Technical Assistant
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Civil Engineering -এ Diploma করে করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ১৮,০০০/- টাকা।

পদের নাম- Data Entry Operator
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্ৰ্যাজুয়েশন পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ১১,০০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যের ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে নিয়োগ

Employment No- 233/SSK-MSK-Recruitment/JZP/23
পদের নাম- District Co-Ordinator
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ১০,০০০/- হাজার টাকা।

পদের নাম- Program Assistant Cum Data Entry Operator
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্ৰ্যাজুয়েশন পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স– প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ১২,১৫০/- টাকা।

চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্ক ও পিওন নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইন ও অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস প্রথমে স্ক্যান করে PDF Format -এ recruitment.jzp@gmail.com -এ ইমেইল করতে হবে। এবং পরে ওই সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Office of the Jhargram Zila Parishad, Bachhurdoba, Jhargram, West Bengal- 721507
আবেদনের শেষ তারিখ- ১০ মার্চ, ২০২৩

FB Join

Official Notification: Link 1/ Link 2/ Link 3
Official Website: Click Here

Related Articles