জোরকদমে চলছে প্রাইমারি টেটের ইন্টারভিউ প্রক্রিয়া। প্রথম থেকে পঞ্চম দফার ইন্টারভিউ সারা হয়েছে আগেই। বর্তমানে আয়োজিত হচ্ছে প্রাইমারি টেটের ষষ্ঠ দফার ইন্টারভিউ। সূত্রের খবর, মার্চ মাসের মধ্যেই প্রাথমিকের ইন্টারভিউ নেওয়া শেষ করতে চাইছে পর্ষদ। তবে কি পঞ্চায়েত নির্বাচনের আগেই হবে নিয়োগ? বিষয়টি ঘিরে জল্পনা শুরু বিভিন্ন মহলে।
সম্প্রতি শুরু হয়েছে প্রাইমারি টেটের ষষ্ঠ দফার ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার আবেদনকারী চাকরিপ্রার্থীরা। এর আগে পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছিল, ২৩, ২৪, ২৭, ২৮ শে ফেব্রুয়ারি ও ১ মার্চ নাগাদ দফায় দফায় ইন্টারভিউ নেওয়া হবে। সেইমতো নির্ধারিত সময়ে ও স্থানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। জানা যাচ্ছে, এরপরও বাকি থেকে যাচ্ছে আরও প্রায় এগারোটি জেলার ইন্টারভিউ প্রক্রিয়া। মনে করা হচ্ছে, আর পাঁচ কি ছয়টি পর্যায়ে ইন্টারভিউ নিলে প্রাইমারি টেটের গোটা ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করা যাবে। সেইমতো মার্চ মাসের মধ্যে ইন্টারভিউ সম্পূর্ণ করার চেষ্টায় পর্ষদ।
চাকরির খবরঃ রাজ্যের জেলা পরিষদে কর্মী নিয়োগ
এদিকে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। এর মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে টেটের ইন্টারভিউ নেওয়া শেষের জন্য যে তৎপরতা দেখা যাচ্ছে তাতে নিয়োগে গতি আসতে পারে বলেই মনে করছেন চাকরিপ্রার্থীরা। যদিও সংশ্লিষ্ট বিষয়ে এখনও কোনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি পর্ষদের তরফে। প্রসঙ্গত, প্রাথমিকের নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। তবে এবার কি কাটতে চলেছে জট? নিয়োগ পাবেন চাকরিপ্রার্থীরা? এ সকল উত্তরের অপেক্ষায় রাজ্যের চাকরিপ্রার্থীরা।