কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পরই স্নাতক কোর্সে ভর্তি হবেন পড়ুয়ারা। তবে এবার পড়ুয়াদের স্নাতকে ভর্তির ক্ষেত্রে নয়া সিদ্ধান্ত নিচ্ছে উচ্চ শিক্ষা সংসদ। জানা যাচ্ছে, এর জন্য একটি নির্দিষ্ট পোর্টাল চালু হতে চলেছে।
সূত্রের খবর, সম্প্রতি একটি সার্কুলার জারি করা হয়েছে উচ্চ শিক্ষা সংসদের তরফে। সেখানে জানানো হয়েছে, রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক কোর্সে ভর্তির জন্য একটিমাত্র পোর্টাল ব্যবহার করা হবে। এই পোর্টালটি পরিচালিত হবে কেন্দ্রীয়ভাবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে সংশ্লিষ্ট পোর্টালটির মাধ্যমে। আর এই পোর্টালের মাধ্যমে ভর্তির দেখাশোনার জন্য থাকবে দশ সদস্যের একটি কমিটি। উচ্চ শিক্ষা সংসদের আধিকারিকদের সঙ্গে যৌথ ভাবে কাজ করবে এই কমিটি। জানা যাচ্ছে, কেবলমাত্র সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় নয় বরং একক ও সাহায্যপ্রাপ্ত অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলিতেও একই পদ্ধতিতে ভর্তি নেওয়া হবে।
চাকরির খবরঃ SSC -তে ৫৩৬৯ টি শূন্যপদে নতুন নিয়োগ
সূত্রের খবর, সংশ্লিষ্ট পোর্টালটি তৈরি করছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড। এই পোর্টালটি চালু হলে পড়ুয়ারা এতে লগ ইন করেই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তির আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর জন্য আগের মতো আলাদা করে বিভিন্ন কলেজের ওয়েবসাইটে যেতে হবে না। জানা যাচ্ছে, উচ্চ শিক্ষা সংসদ রাজ্যের স্নাতক স্তরের পড়ুয়াদের কেন্দ্রীয়ভাবে ভর্তির পরিকল্পনা নিয়েছে। আর তাই এই নয়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।