নিয়োগ দুর্নীতির জটিলতায় বিদ্ধ রাজ্য। নিত্যদিন সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এহেন বাতাবরণে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সম্প্রতি সমস্ত বিভাগ মিলিয়ে প্রায় ২ হাজার ৭২২টি শূন্যপদে প্রার্থী নিয়োগের ঘোষণা করা হয়েছে।
সোমবার একাধিক বিষয়ে আলোচনার জন্য মন্ত্রিসভায় বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে রাজ্যের বিভিন্ন শূন্যপদে প্রার্থী নিয়োগের বিষয়টি আসে। সূত্রের খবর, এর মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ১ হাজার ৭২৯টি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কৃষি দফতরের ১২২টি অ্যাসিস্টেন্ট ডিরেক্টর পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। এর সঙ্গে গ্রন্থাগার দফতরের ৭৩৮টি পদে নিয়োগ হবে। যেখানে উত্তর চব্বিশ পরগনার সর্বোচ্চ নিয়োগ হবে ৬০ জন, গ্রামীণ লাইব্রেরির জন্য পূর্ব বর্ধমানে ৫৫ জন ও দক্ষিণ চব্বিশ পরগনায় ৫২ জনের নিয়োগ হবে।
চাকরির খবরঃ রাজ্যে কর্মচারী বিমা নিগমে কর্মী নিয়োগ
সূত্রের খবর, এর সাথে পুরুলিয়ায় ২টি একলব্য মডেল স্কুল তৈরির পরিকল্পনা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার একলব্য মডেল স্কুলের বেশ কিছু পদে ৭৪ জন প্রার্থী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া আরও কিছু পদে প্রার্থী নিয়োগের ঘোষণা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।