শিক্ষার খবর

পড়ুয়ার অভাবে পঠনপাঠন সঙ্কটে! স্কুল বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Advertisement

রাজ্যের বিভিন্ন প্রান্তের বিদ্যালয়ে পড়ুয়ার অভাব জটিল আকার ধারণ করেছে। যার দরুণ ক্ষতিগ্রস্ত হচ্ছে পঠনপাঠন। এহেন পরিস্থিতিতে বন্ধের মুখে রাজ্যের একের পর এক বিদ্যালয়। সম্প্রতি পুরুলিয়ার প্রাথমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সাম্প্রতিক ঘটনাটি পুরুলিয়ার চেকুয়া প্রাথমিক বিদ্যালয়ের। এই স্কুলের পড়ুয়া সংখ্যা ‘৭’ ও প্রাথমিক শিক্ষকের সংখ্যা ‘২’। ফাঁকা ক্লাসরুমে কার্যত সংকটে বিদ্যালয়ের পঠনপাঠন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের একজন শিক্ষক বদলির আর্জি নিয়ে আদালতে উপস্থিত হলে বিষয়টি পর্যবেক্ষণ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সরকারি নির্দেশ অনুসারে, প্রতি তিরিশ জন পড়ুয়া পিছু একজন করে শিক্ষক থাকতে হবে বিদ্যালয়ে। তবে এক্ষেত্রে সাত জন পড়ুয়ার জন্য ছিলেন দুই জন শিক্ষক। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরুলিয়া জেলা স্কুল পরিদর্শককে ওই বিদ্যালয় বন্ধের নির্দেশ দেন।

চাকরির খবরঃ মার্চ মাসে ১৫ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর

join Telegram

এর সাথে পুরুলিয়ার সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের কাছাকাছি অন্য স্কুলে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে রাজ্যের বহু বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। এর আগে বিচারপতি বসু কম পড়ুয়ার বিদ্যালয়গুলি বন্ধের নির্দেশ দিয়েছিলেন। এদিকে শিক্ষক বদলি প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। জানা যাচ্ছে, শহরের যে সমস্ত স্কুলের পড়ুয়া সংখ্যা অত্যন্ত কম সেখানকার শিক্ষকদের এবার গ্রামে বদলি আবশ্যিক করা হবে।

FB Join

Related Articles