চাকরির খবর

মাধ্যমিক পাশ যোগ্যতায় কৃষি দপ্তরে কর্মী নিয়োগ

Advertisement
শুধুমাত্র মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই এই পদগুলোতে আবেদন করতে পারবেন।
নিয়োগকারী সংস্থার নাম-
Kendriya Krishi Vikash Sansthan (KKVS). এটি কেন্দ্রীয় সরকার অনুমোদিত একটি সংস্থা। নিয়োগ করা হবে সেন্ট্রাল এগ্রিকালচার ডেভলপমেন্ট ইনস্টিটিউশন (Central Agricultural Development Institution বা CAGDI)- এ।
পদের নাম- 
Chief Investment Officer (শূন্যপদ- 36)
Investment Manager (শূন্যপদ- 99)
Business Rrepresentative (শূন্যপদ- 1036)
Assistant Investment Officer (শূন্যপদ- 996)
মোট শূন্যপদ- 2167
বয়সসীমা- 
Chief Investment Officer- 20 থেকে 35 বছরের মধ্যে।
Investment Manager- 20 থেকে 35 বছরের মধ্যে।
Business Rrepresentative- 20 থেকে 35 বছরের মধ্যে।
Assistant Investment Officer- As per government norms
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সব ক্ষেত্রেই সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- 
Chief Investment Officer- M.Com/ MBA with 3 years experience
Investment Manager- B.Com/ BBA with 1 year experience.
Business Rrepresentative- B.Com
Assistant Investment Officer- অন্তত মাধ্যমিক পাশ।
বেতন- 
Chief Investment Officer- 45,000/-
Investment Manager- 38,000/-
Business Rrepresentative- 20,500/-
Assistant Investment Officer- 16,680/-
কিভাবে আবেদন করবেন?
বাড়িতে বসে সরাসরি অনলাইনে মেইল করে আবেদন করা যাবে। নিচে দেওয়া মেইল আইডিতে Bio-Data পাঠাতে হবে। (বায়ো ডাটা তে অবশ্যই আপনার ছবি থাকতে হবে)
আবেদন ফী- শুন্য।
Bio-Data পাঠানোর মেইল আইডি হলো- cagdi.india@gmail.com
আবেদন করার শেষ তারিখ- 25 জুন 2020.
নিয়োগ পদ্ধতি-
কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এই কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ এর তারিখ এবং ঠিকানা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে পরবর্তীকালে জানানো হবে।
Job Location- 
গুরুগ্রাম, হরিয়ানা।

Visit CAGDI Official Website- Click here

Related Articles