শিক্ষার খবর

Madhyamik 2023: ধর্মঘটের দিনে মাধ্যমিকের উত্তরপত্র সংগ্রহের সিদ্ধান্ত!

Advertisement

এদিন ১০ই মার্চ বকেয়া ডিএ এর দাবিতে সরকারি দফতরগুলিতে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সদ্য রাজ্যে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। সম্প্রতি মাধ্যমিকের উত্তরপত্র সংগ্রহের দিন ঘোষণা হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফে। যার মধ্যে ১০ই মার্চকেই উত্তরপত্র সংগ্রহের প্রথম দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে।

জানানো হয়েছে, মার্চ মাসেই পরপর বেশ কিছু দিনে মাধ্যমিকের উত্তরপত্র বিলি করার প্রক্রিয়া শুরু হবে। এই তারিখগুলো হলো, ১০, ১১, ১৩, ১৫ ও ১৯ শে মার্চ। ইতিমধ্যে শিক্ষক শিক্ষিকাদের কাছে এই বিষয়ে নোটিশ পৌছেছে। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট দিনগুলিতে খাতা আনতে যাওয়ার জন্য স্কুল ছুটি নিতে পারবেন তাঁরা।

চাকরির খবরঃ কলকাতা পৌরসভায় এইট পাশে কর্মী নিয়োগ

FB Join

চাকরির খবরঃ কলকাতা পৌরসভায় এইট পাশে কর্মী নিয়োগ

এদিন ১০ই মার্চ ধর্মঘটের ঘোষণা হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। মাধ্যমিক পরীক্ষার মতো উত্তরপত্র সংগ্রহ ও মূল্যায়ন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে তৎপরতা গ্রহণ করছে পর্ষদ। চলতি বছরের মাধ্যমিক উত্তরপত্রের দ্রুত মূল্যায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে জানা যাচ্ছে, মে মাসের শেষ সপ্তাহে প্রকাশ পাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

join Telegram

Related Articles