রাজ্য সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্ট চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No-
পদের নাম- WDT (Livelihood)
মোট শূন্যপদ– ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Agriculture/ Forestry/ Plant Science/ Animal Science -এ Graduation সহ Computer Literate/ Field Experience কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ১০,০০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে।
চাকরির খবরঃ কলকাতা পৌরসভায় এইট পাশে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
চাকরির খবরঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
ইন্টারভিউ স্থান- Assistant Director of Agriculture (Soil Conservation, Demonstration), Midnapore & PIA, Kaliaghai, NGWDP, Narayangarh, Paschim Medinipur
ইন্টারভিউ তারিখ- ২০ মার্চ, ২০২৩
Official Notification: Download Now
Official Website: Click Here