চাকরির খবর

রাজ্যে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৪ হাজার টাকা

Advertisement

কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে টেকনিশিয়ান ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন।

Employment No.- 2023/287
পদের নাম- Dialysis Technician
মোট শূন্যপদ– ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান Dialysis -এ Degree করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ২৬,১০০/- টাকা।

পদের নাম- Cath Lab Technician
মোট শূন্যপদ– ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ Cath Lab -এ ডিগ্ৰী করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছর মধ্যে হতে হবে।
বেতন– প্রতিমাসে বেতন ২৬,১০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ

join Telegram

পদের নাম- Driver
মোট শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ LMV, HMV কমার্শিয়াল লাইসেন্স থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ২৩,১০০/- টাকা।

পদের নাম- DEO
মোট শূন্যপদ- ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ২৪,৮০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ GEN/ OBC/ ESM/ Women প্রার্থীদের ক্ষেত্রে ৮৫০/- টাকা এবং SC/ ST/ EWS/ PH প্রার্থীদের ক্ষেত্রে ৫৩১/- টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ- ২২ মার্চ, ২০২৩

FB Join

Official Notification: Download Now
Apply Now: Click Here

Related Articles