শিক্ষার খবর

শুরু হলো জয়েন্ট CSIR-UGC নেট পরীক্ষার রেজিস্ট্রেশন! আবেদন করবেন কিভাবে? জেনে নিন

Advertisement

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এর তরফে শুরু হলো ‘জয়েন্ট সিএসআইআর ইউজিসি (CSIR-UGC) নেট’ পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া। সম্প্রতি এনটিএর ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এ বিষয়ে বিস্তারিত। আগ্রহী প্রার্থীরা (csirnet.nta.nic.in) ওয়েবসাইটে গিয়ে এ বিষয়ের বিজ্ঞপ্তিটি দেখে আসতে পারবেন।

আবেদন করবেন কিভাবে?

১) পরীক্ষার আবেদন জানানোর জন্য প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (csirnet.nta.nic.in) এ যেতে হবে।
২) এবার পরীক্ষার রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে অথবা লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৪) এবার আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে পরীক্ষার ফি জমা করতে হবে।
৫) আবেদনপত্রটি সাবমিট করার পর তা একটি প্রিন্ট আউট করে রাখতে হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ

join Telegram

প্রসঙ্গত, সিএসআইআর নেট পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই বছর ২০২২ এর ডিসেম্বর ও ২০২৩ এর জুনের নেট পরীক্ষাটি একসঙ্গে আয়োজন করা হয়েছে। তাই এই পরীক্ষাকে বলা হচ্ছে ‘জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট’। সংশ্লিষ্ট পরীক্ষাটির আয়োজন হবে আগামী ৬, ৭ ও ৮ ই জুন নাগাদ। পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে আগামী ১০ই এপ্রিল পর্যন্ত। ফি পেমেন্ট করা যাবে ১০ই এপ্রিল অবধি। এছাড়া আবেদনপত্রের সংশোধন করা যাবে ১২ই এপ্রিল থেকে ১৮ই এপ্রিলের মধ্যে। পরীক্ষাটি হবে কম্পিউটার ভিত্তিক (সিবিটি)। সাধারণত অবজেকটিভধর্মী (এমসিকিউ) প্রশ্ন থাকবে পরীক্ষায়। মোট সময় দেওয়া হবে ১৮০ মিনিট। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।

ANM & GNM Book 2023

FB Join

Related Articles