স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে প্রকাশ পেয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজ়ামিশন (CGL) Tier-II পরীক্ষার অ্যানসার কি ও রেসপন্স শিট। অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ গিয়ে ‘অ্যানসার কি’ দেখে আসতে পারবেন।
‘অ্যানসার কি’ চেক করবেন কিভাবে?
১) সিজিএল পরীক্ষার অ্যানসার কি চেক করার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (ssc.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার সিজিএল Tier-ll ২০২২ অ্যানসার কি ও রেসপন্স শিট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর একটি পিডিএফ স্ক্রিনে দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৪) পিডিএফটি ওপেন করে সেখানে ‘অ্যানসার কি’ দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৫) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৬) এরপর ‘অ্যানসার কি’ স্ক্রিনে দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৭) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।
চাকরির খবরঃ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরীয়ান নিয়োগ
প্রকাশিত ‘অ্যানসার কি’ নিয়ে কোনও বক্তব্য থাকলে সেক্ষেত্রে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। চ্যালেঞ্জ জানানো যাবে ১৪ই মার্চ থেকে ১৭ই মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত। চ্যালেঞ্জ জানানো প্রতি প্রশ্ন পিছু ১০০/- টাকা জমা করতে হবে পরীক্ষার্থীদের। কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের পর কোনোও পরীক্ষার্থীর চ্যালেঞ্জ গ্রহণ করা হবে না। প্রসঙ্গত, সিজিএল Tier-II পরীক্ষাটি আয়োজিত হয়েছিল মার্চের ২ থেকে ৭ তারিখ। দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করবেন পরীক্ষার্থীরা।