Answer Key

KVS Answer Key | KVS অ্যানসার কি ডাউনলোড করুন

Advertisement

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) এর তরফে প্রকাশ পেল বিভিন্ন নিয়োগের পরীক্ষার অ্যানসার কি। এর মধ্যে রয়েছে লাইব্রেরিয়ান, ASO, SSA, স্টেনোগ্রাফার গ্রেড ২, JSA, এবং PRT (Re-exam)। সেক্ষেত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা (kvsangathan.nic.in) থেকে ‘অ্যানসার কি’ চেক করতে পারবেন।

KVS Answer Key

‘অ্যানসার কি’ চেক করবেন কিভাবে?

১) অ্যানসার কি দেখার জন্য প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (kvsangathan.nic.in) এ যেতে হবে।
২) এবার পরীক্ষাগুলির ‘অ্যানসার কি’ দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৪) এবার স্ক্রিনে ‘অ্যানসার কি’ দেখতে পাবেন।
৫) সংশ্লিষ্ট ‘অ্যানসার কি’ ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ চলছে

join Telegram

প্রকাশিত ‘অ্যানসার কি’ সম্বন্ধে কোনোও বক্তব্য থাকলে সেক্ষেত্রে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। চ্যালেঞ্জ জানানো যাবে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইট মারফত। সময়সীমা আগামী ২০ মার্চ পর্যন্ত। চ্যালেঞ্জ জানানো প্রতি প্রশ্ন পিছু ১০০০/- টাকার অর্থমূল্য জমা দিতে হবে পরীক্ষার্থীদের। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন পরীক্ষার্থীরা।

Official Website: Click Here

Related Articles