কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট স্নাতকোত্তর (CUET PG) পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু করলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। সেক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের (cuet.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
আবেদন জানাবেন কিভাবে?
১) পরীক্ষার আবেদন জানানোর জন্য প্রার্থীদের প্রথমে (cuet.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর পরীক্ষার রেজিস্ট্রেশনের লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩) এবার অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে দেখে পূরণ করতে হবে ও প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।
৪) এরপর ফি জমা করতে হবে ও অ্যাপ্লিকশন ফর্মটি সাবমিট করতে হবে।
৫) ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন পরীক্ষার্থীরা।
চাকরির খবরঃ রাজ্যে টেকনিক্যাল সুপারভাইজার পদে কর্মী নিয়োগ
প্রসঙ্গত, স্নাতকোত্তর স্তরে বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (সিইউইটি) পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। প্রতিবার এই প
রীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। পরীক্ষার রেজিস্ট্রেশন চলবে এদিন ২০ মার্চ ২০২৩ থেকে শুরু করে আগামী ১৯ এপ্রিল ২০২৩ পর্যন্ত। অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে হবে প্রার্থীদের। পরীক্ষার তারিখ জানানো হবে শীঘ্রই। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।