রেলওয়ে গ্রুপ-ডি এবং NTPC পরীক্ষার তারিখ অফিশিয়াল ভাবে জানিয়ে দিলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এদিন 1 ডিসেম্বর, 2020 (মঙ্গলবার) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব অফিশিয়াল ভাবে রেলওয়ে গ্রুপ-ডি ও এনটিপিসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই পরীক্ষার তারিখ ভিডিও আকারে ঘোষণা করেছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব, এবং প্রতিটি পরীক্ষার মোট শূন্যপদ, মোট আবেদনকারীর সংখ্যা ঘোষণা করেছেন তিনি।
এক নজরে রেলের বিভিন্ন পরীক্ষার তারিখ-
📌পদের নাম- Isolated & Ministerial Categories (Steno, Teachers)
বিজ্ঞপ্তি নম্বর- CEN 03/2019
মোট শূন্যপদ- 1,663 টি।
মোট আবেদনকারীর সংখ্যা- 1.03 লক্ষ।
CBT Exam Date- 15 December, 2020 to 18th December 2020.
📌পদের নাম- Non Technical Popular Categories (NTPC) (SM, Guards, Office Clerks, Commercial Clerk).
বিজ্ঞপ্তি নম্বর- CEN 01/2019
মোট শূন্যপদ- 35,208 টি।
মোট আবেদনকারীর সংখ্যা- 1.26 কোটি।
CBT Exam Date- 28 December, 2020 to end of March, 2021.
আরও পড়ুন- রেলওয়ে গ্রূপ-ডি ও NTPC পরীক্ষার সিলেবাস
📌পদের নাম- level- 1 (Track Maintainers, Points Man and various Level 1 employees) or Group- D
বিজ্ঞপ্তি নম্বর- RRC 01/2019
মোট শূন্যপদ- 1 লক্ষ 3 হাজার 769 টি।
মোট আবেদনকারীর সংখ্যা- 1.15 কোটি।
CBT Exam Date- April, 2021 to June, 2021.