রাজ্যে উচ্চপ্রাথমিকের শূন্যপদে প্রার্থী নিয়োগের পরিকল্পনা শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সম্প্রতি জানানো হয়েছে, রাজ্যে প্রায় ১৪ হাজারেরও বেশি শূন্যপদে প্রার্থী নিয়োগের জন্য তৈরি হয়েছে প্যানেল। আর এবার ২০১৬ সালের আপার প্রাইমারির অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পুনরায় ডাউনলোডের সুযোগ দেওয়া হলো প্রার্থীদের। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।
বুধবার কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক বৈঠক ডেকে উচ্চপ্রাথমিকের নিয়োগ সংক্রান্ত বিষয়ে কমিশনের পদক্ষেপের কথা জানিয়েছেন। আপার প্রাইমারি নিয়োগে বিলম্বের কারণ আদালতে হলফনামার আকারে পেশ করা হবে বলেও জানা যাচ্ছে। কমিশন জানিয়েছে, নিয়োগ দুর্নীতির আবহে অতিরিক্ত সাবধানী হতেই বিলম্ব হচ্ছে নিয়োগে। এছাড়া চেয়ারম্যান জানান, নিয়োগ প্রক্রিয়ায় অ্যাকাডেমিক স্কোর তুলে দিয়ে ফের কাউন্সেলিং প্রক্রিয়াকে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে এসএসসি। এতে সমতা রক্ষা হবে বলেও জানান তিনি।
চাকরির খবরঃ CPRI -এ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
আর এবার কমিশনের ওয়েবসাইটে ওপেন করা হলো ২০১৬ সালের উচ্চপ্রাথমিকের আবেদনপত্র প্রিন্ট করার অপশন। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ষোলো ডিজিটের অ্যাপ্লিকশন নম্বর দিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন চাকরিপ্রার্থীরা। প্রসঙ্গত, আপার প্রাইমারির দ্রুত নিয়োগের দাবিতে বুধবার বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। তবে সূত্রের খবর, এবার নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে চলেছে কমিশন।