চলছে প্রাইমারি টেটের ইন্টারভিউ প্রক্রিয়া। বিভিন্ন দফায় প্রার্থীদের ইন্টারভিউ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল নবম পর্যায়ের ইন্টারভিউ সূচি। আর এবার দশ থেকে পনেরো দফার ইন্টারভিউর দিনক্ষণ ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট (wbbpe.org) মারফত বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন পরীক্ষার্থীরা।
পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে দশ থেকে পনেরো দফায় মালদা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, ও পুরুলিয়ার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। আগামী ১২ই এপ্রিল ও ১৩ই এপ্রিল হবে দশম পর্যায়ের ইন্টারভিউ। এই পর্যায়ে অংশ নেবেন মালদার চাকরিপ্রার্থীরা। এরপর ১৯, ২০ এবং ২৪শে এপ্রিল নেওয়া হবে একাদশ দফার ইন্টারভিউ। এই দফায় উপস্থিত থাকবেন মুর্শিদাবাদের চাকরিপ্রার্থীরা। আগামী ২৫, ২৬, ও ২৭ শে এপ্রিল নাগাদ দ্বাদশ দফার ইন্টারভিউতে থাকবেন উত্তর চব্বিশ পরগনার চাকরিপ্রার্থীরা। এরপর আগামী ২৮ ও ২৯ শে এপ্রিল ত্রয়োদশ দফায় ইন্টারভিউ নেওয়া হবে হুগলি জেলার চাকরিপ্রার্থীদের।
চাকরির খবরঃ রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ
চতুর্দশ দফার ইন্টারভিউ আয়োজিত হবে মে মাসের ২, ৩ ও ৪ তারিখ নাগাদ। এই দফায় অংশ নেবেন দক্ষিণ চব্বিশ পরগনার চাকরিপ্রার্থীরা। এছাড়া আগামী ৬ মে ও ৮ মে তারিখে প্রাইমারি টেটের পঞ্চদশ দফার ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন পুরুলিয়ার চাকরিপ্রার্থীরা। প্রসঙ্গত, ইন্টারভিউর দিনে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে চাকরিপ্রার্থীদের। যে যে ডকুমেন্টগুলি নিয়ে আসতে হবে তার একটি তালিকাও দিয়েছে পর্ষদ। সেগুলি হলো- টেটের অ্যাডমিট কার্ড, টেট উত্তীর্ণ হওয়ার নথি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা শংসাপত্র, উচ্চমাধ্যমিকের মার্কশিট, স্নাতক পাশের মার্কশিট, বি.এড/ডি.এল.এড/ডি.এড এর মার্কশিট, ভোটার বা আধার কার্ড, নিজের স্বাক্ষর যুক্ত পাসপোর্ট সাইজ ফটো, জাতিগত শংসাপত্র, এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট(যদি থাকে) ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে তার শংসাপত্র ইত্যাদি।
আগামী ৩ এপ্রিল পর্যন্ত নবম দফার ইন্টারভিউ প্রক্রিয়া সেরে পরবর্তী পর্যায়গুলির প্রস্তুতি শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগের প্রতিটি ক্ষেত্রের মতো এখানেও বজায় থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মনীতির ঘেরাটোপ। উল্লেখ্য, চাকরিপ্রার্থীরা পর্ষদের ওয়েবসাইট মারফত ইন্টারভিউর বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে নেবেন।