এক নজরে
Current Affairs 2020 in Bengali: আজকের পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো 2020 সালের সমগ্র কারেন্ট অ্যাফেয়ার্স। 2020 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বাংলা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ডাউনলোড করতে পারবেন। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত চাকরি পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে চাকরির প্রস্তুতি নেন না কেন, এই পিডিএফটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। Current Affairs 2020 Bangla PDF Download.
Current Affairs 2020 in Bengali
কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2020
1. National Youth Day কবে পালিত হয়? Ans- ১২ জানুয়ারী। স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই দিনটি পালন করা হয়।
2. ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়? Ans- ১৫ জানুয়ারী।
3. নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন কবে পালিত হয়? Ans- ২৩ জানুয়ারী।
4. জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? Ans- ২৫ জানুয়ারি। এবছরের থিম- Electoral Literacy for Stronger Democracy.
5. ভারতের প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? Ans- ২৬ জানুয়ারী।
6. আন্তর্জাতিক শিক্ষা দিবস কবে পালিত হয়? Ans- ২৪ জানুয়ারি। এবছরের থিম- ‘Learning for People, Planet, Prosperity and Peace’.
7. ২৪ জানুয়ারি ২০২০ মধ্যপ্রদেশ রাজ্যে কোন বিশেষ দিন পালিত হয়েছে? Ans- ন্যাশনাল গার্ল চাইল্ড ডে।
8. ২০২০ সালে ৭১ তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিভিন্ন থিম তুলে ধরার স্বীকৃতি স্বরূপ বেস্ট ট্যাবলো আওয়ার্ডস- এ ভূষিত হল কারা? Ans- অসম, NDRF, জলশক্তি মিশন।
কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি 2020
1. Indian Coast Guard Day কৰে পালিত হয়? Ans- ১ ফেব্রুয়ারী।
2. 2020 World Cancer day- এর থিম কি ছিল? Ans- “I am and I will”? প্রতিবছর ৪ ফেব্রুয়ারি World Cancer day পালিত হয়।
3. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? Ans- ২১ ফেব্রুয়ারী। এবছরের থিম ছিল- Languages without borders
4. ২০২০ সালের জাতীয় বিজ্ঞান দিবস- এর থিম কি ছিল? Ans- “Women in Science.” প্রতিবছর ২৮ ফেব্রুয়ারী “রমন এফেক্ট” আবিষ্কারের স্মরণে এই দিনটি পালিত হয়।
5. সম্প্রতি কোথায় নাইজেরিয়া সরকার ও কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রকের যৌথ উদ্যোগে মহাত্মা গান্ধী কনভেনশন সেন্টার গড়ে উঠেছে? Ans- নাইজার- এ।
6. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) ২০২২ সালের যে মনুষ্যবাহী মহাকাশযান উৎক্ষেপণ করতে চলেছে তার নাম কি? Ans- গগনযান।
7. সদ্য প্রকাশিত স্কচ স্টেট অফ গভর্নেন্স- ২০১৯ রিপোর্ট অনুযায়ী কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? Ans- গুজরাট। এই তালিকায় পশ্চিমবঙ্গের স্থান তৃতীয়।
8. সম্প্রতি কোন রাজ্যের সরকার প্রত্যেক শনিবার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের ভারতীয় 9. সংবিধানের প্রস্তাবনা পাঠকে বাধ্যতামূলক ঘোষণা করেছে? Ans- মধ্যপ্রদেশ।
10. সম্প্রতি ৭৩ তম বাফটা পুরস্কারে “শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক” হিসেবে কে পুরস্কৃত হলেন? Ans- শাম মেন্ডিজ।
Current Affairs 2020 in Bengali PDF Download
কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ 2020
1. বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? Ans- ৩ মার্চ। এবছরের থিম- “Sustaining all life on Earth”.
2. বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? Ans- ৮ মার্চ। এবছরের থিম- “I am Generation Equality”.
3. পাই (π) দিবস কবে পালিত হয়? Ans- ১৪ মার্চ। π হল একটি গ্রিক অক্ষর। গণিতে ধ্রুবক হিসেবে এটি ব্যবহৃত হয়। এর মান প্রায় ৩.১৪১৫৯।
4. World Consumer Rights Day কবে পালিত হয়? Ans- ১৫ মার্চ। এবছরের থিম ছিল- “The Sustainable Consumer”.
5. বিশ্ব জল দিবস কবে পালিত হয়? Ans- ২২ মার্চ। এবছরের থিম ছিল “Water and Climate Change”.
6. “বিশ্ব যক্ষা দিবস” কবে পালিত হয়? Ans- ২৪ মার্চ। এবারের থিম ছিল- “It’s time”.
7. পুমা (PUMA) কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন করিনা কাপুর।
8. ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হলেন- Denys Shmygal.
9. স্লোভেনিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন- Janez Jansa.
কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2020
1. কবে ওড়িশা দিবস বা উৎকল দিবস পালন করা হয়? Ans- ১ এপ্রিল, ১৯৬৩ সালে ১ এপ্রিল পশ্চিমবঙ্গ ও বিহার থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র ওড়িশা রাজ্য গঠিত হয়। এই দিনটি ওড়িশা দিবস নামে পরিচিত।
2. ২০২০ বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম কি ছিল? Ans- “To Support Nurses and Midwives”. বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় ৭ এপ্রিল।
3. ২০২০ সাল জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের কততম বছর? Ans- ১০১ তম বর্ষ। ১৯১৯ সালের ১৩ এপ্রিল এই হত্যাকাণ্ড হয়েছিল।
4. ২০২০ সাল Dr. B. R. Ambedkar- এর কততম জন্ম বার্ষিকী পালিত হলো? Ans- ১২৯ তম। তিনি ১৯৮১ সালের ১৪ এপ্রিল জন্মগ্রহন করেন।
5. “World Haemophilia Day” কবে পালিত হয়? Ans- ১৭ এপ্রিল। এবছরের থিম ছিল- “Get+involved”.
6. National Civil Service Day কবে পালিত হয়? Ans- ২১ এপ্রিল।
7. বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়? Ans- ২২ এপ্রিল। ২০২০ থিম- “Climate Action”.
8. “World Book Day” কবে পালিত হয়? Ans- ২৩ এপ্রিল। এবছরের থিম- “KL Baca- Caring Through Reading”.
9. জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? Ans- ২৪ এপ্রিল। ১৯৫৯ সালে প্রথম রাজস্থানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গৃহীত হয়, কিন্তু অন্ধপ্রদেশে প্রথম এই ব্যবস্থা চালু হয়েছিল।
কারেন্ট অ্যাফেয়ার্স মে 2020
1. আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? Ans- ১ মে। এই দিনটি মে দিবস হিসাবে পরিচিত।
2. “World Press Freedom Day”- কবে পালিত হয়? Ans- ৩ মে। এবছরের থিম- “Journalism without Fear or Favour”.
3. দিল্লি মেট্রো প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? Ans- ৩ মে।
4. “বিশ্ব দমকল কর্মী দিবস” কবে পালন করা হয়? Ans- ৪ মে।
5. ২০২০ সাল সত্যজিৎ রায়ের কত তম জন্ম বার্ষিকী? Ans- ১০০ তম। সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালি (১৯৫৫), তিনি ১৯৯২ সালে অস্কার পেয়েছিলেন।
6. World Athletics Day কবে পালিত হয়? Ans- ৭ মে। এবছরের থিম- Athletics for a Better World.
7. বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? Ans- ৮ মে। এবছরের থিম- “The dawning of a new era for thalassaemia: Time for a global effort to make novel therapies accessible and affordable to patients”
8. World Red Cross Day- কবে পালিত হয়? Ans- ৮ মে। বিশ্ব রেড ক্রস- এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
9. ২০২০ সাল রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মবার্ষিকী পালিত হলো? Ans- ১৫৯ তম। ৮ মে ২০২০ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মবার্ষিকী পালিত হলো।
কারেন্ট অ্যাফেয়ার্স জুন 2020
1. আন্তর্জাতিক যৌন কর্মী দিবস কবে পালিত হয়? Ans- ২ জুন।
2. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? Ans- ৫ জুন। এবছরের থিম- “Celebrating Biodiversity”.
3. “বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস” কবে পালিত হয়? Ans- ৭ জুন। এবছরের থিম- “Food Safety, Everyone’s Business”.
4. কোন রাজ্য ১৮ জুন ২০২০ দিনটিকে “Mask Day” হিসেবে পালন করলো? Ans- কর্ণাটক। মাস্ক ব্যবহারের 5. সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়েছে।
6. বিশ্ব শরণার্থী দিবস বা World Refugee Day কবে পালিত হয়? Ans- ২০ জুন। এবছরের থিম- “Every Action Counts”.
7. আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? Ans- ২১ জুন। এবছরের থিম- Yoga for Health, Yoga at Home.
8. World Music Day কবে পালিত হয়? Ans- ২১ জুন। এবছরের থিম- Music at the Intersections.
আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালিত? Ans- ২৩ জুন।
কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই 2020
1. বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয়? উঃ 28 জুলাই।
2. সম্প্রতি কে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড -এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? উঃ শ্রীকান্ত মাধব বৈদ্য।
3. কে Central Board of Film Certification (CBFC)- এর CEO হিসাবে নিযুক্ত হলেন? উঃ রবীন্দর ভাকার।
4. সম্প্রতি কে Indian Institute of Mass Communication- এ ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন? উঃ সঞ্জয় দ্বিবেদী।
5. ফ্রান্সের নবনিযুক্ত প্রধান মন্ত্রীর নাম কি? উঃ Jean Castex.
6. সম্প্রতি কে হকি ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? উঃ জ্ঞানেন্দ্র নিগমবাম।
7. সম্প্রতি কে আফগানিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন? উঃ রুদ্রেন্দ্র ট্যান্ডন।
8. সম্প্রতি কে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? উঃ অশোক লবাসা।
9. সম্প্রতি কে International Press Freedom Awards 2020 পুরস্কার পেলেন? উঃ বাংলাদেশের সাংবাদিক শহিদুল আলম।
10. 2020 “মোহনবাগান রত্ন” সম্মানে কাকে ভূষিত করা হলো? উঃ প্রাক্তন হকি খেলোয়াড় গুরবক্স সিং এবং প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দী।
কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট 2020
1. এবছর 1 সেপ্টেম্বর তারিখে কি দিবস হিসেবে পালন করার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? উঃ পুলিশ দিবস।
2. সুন্দরবন দিবস কবে পালিত হয়? উঃ 21 আগস্ট।
3. Women’s Equality Day কবে পালিত হয়? উঃ 26 আগস্ট।
4. বিশ্ব জল সপ্তাহ কবে পালিত হয়? উঃ 24 থেকে 28 আগস্ট।
5. জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? উঃ 29 আগস্ট। ভারতের বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচাঁদ -এর 6. জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন করা হয়।
6. আইভরিকোস্ট- এর নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নাম কি? উঃ হামেদ বাকায়োকো।
7. সম্প্রতি কে জম্মু-কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হলেন? উঃ মনোজ সিনহা।
8. Union Public Service Commission (UPSC)- এর নবনিযুক্ত চেয়ারম্যান এর নাম কি? উঃ প্রদীপ কুমার যোশি।
কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর 2020
1. 2020 সালে প্রথমবারের মতো কত তারিখে ‘পুলিশ দিবস’ পালন করল পশ্চিমবঙ্গ সরকার? উঃ 1 সেপ্টেম্বর।
2. 2020 সালে কোন মাসকে “Nutrition Month” হিসাবে পালন করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? উঃ সেপ্টেম্বর।
3. কত তারিখে ‘National Wildlife Day’ পালন করা হয়? উঃ 4 সেপ্টেম্বর। থিম- “Sustaining all life on Earth”.
4. কত তারিখে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ পালন করা হয়? উঃ 8 সেপ্টেম্বর, এবছরের থিম হল ‘Literacy teaching and learning in the COVID-19 crisis and beyond’।
5. কোন আমেরিকান কোম্পানি ভারতের মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা কে সম্মান জানাতে তার নামে একটি মহাকাশযানের নাম রাখল? উঃ Northrop Grumman
6. কোন দেশ ধর্ষণকে ‘জাতীয় জরুরি অবস্থা’ হিসাবে ঘোষণা করল? উঃ পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া।
7. সম্প্রতি জাতি সংঘের Commission on Status of Women (CSW)- এর সদস্য হিসেবে নির্বাচিত হল কোন দেশ? উঃ ভারত।
কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2020
1. প্রতিবছর কোন মাসকে ‘বক্ষ ক্যান্সার সচেতনতা মাস’ হিসাবে পালন করা হয়? উঃ অক্টোবর মাস কে।
2. ‘বিশ্ব শিক্ষক দিবস’ কবে পালন করা হয়? উঃ 5 ই অক্টোবর।
3. কোন দিনটিতে ‘Indian Air Force Day’ পালন করা হয়? উঃ 8 ই অক্টোবর।
4. কোন দিনটিতে বিশ্ব শিশু কন্যা দিবস পালন করা হয়? উঃ 11 ই অক্টোবর।
5. কার জন্মবার্ষিকী উপলক্ষে ‘World Students Day’ পালন করা হয়? উঃ স্যার এ পি জে আবদুল কালামের জন্মবার্ষিকীতে 15 ই অক্টোবর ওয়ার্ল্ড স্টুডেন্স ডে পালন করা হয়, এবছরের থিম ছিল ‘Learning for people, planet, prosperity and peace’।
6. প্রতিবছর কোন দিনটিতে ‘জাতিসংঘ দিবস’ পালন করা হয়? উঃ 24 শে অক্টোবর।
7. কোন দিনটিতে ‘বিশ্ব পোলিও দিবস’ পালন করা হয়? উঃ 24 শে অক্টোবর, এবারের থিম ছিল ‘A win against polio is a win for global health’।
8. কার জন্মবার্ষিকী উপলক্ষে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালন করা হয়? উঃ সর্দার বল্লভভাই প্যাটেল।
কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর 2020
1. 2020 Women’s T20 Challenge কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? উঃ দুবাইয়ের Sharjah -তে। এই খেলা টাইটেল স্পন্সর হিসেবে রিলায়েন্স জিওর নাম ঘোষণা করেছে BCCI.
2. ভারত সরকারের কোন দপ্তর “Strategic Policy & Facilitation Bureau” গঠন করতে চলেছে? উঃ Ministry of AYUSH.
3. সম্প্রতি (অক্টোবর, 2020) ভারত কোন দেশের কাছ থেকে 30 হাজার টন আলু আমদানি করতে চলেছে (without licence)? উঃ ভুটান।
4. সম্প্রতি কোন রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করতে বিল পাস করল? উঃ রাজস্থান। Rajasthan Epidemic Disease Amendment Bill 2020.
5. কাকে “Forest Man of India” বলা হয়? উঃ Jadab Payeng. সম্প্রতি এই ব্যক্তির সম্পর্কিত তথ্য US schools book -এ স্থান পেয়েছে।
6. “Pandemonium: The Great Indian Banking Tragedy” বইটির লেখক কে? উঃ তমাল বন্দ্যোপাধ্যায়।
7. নীচের কোন ন্যাশনাল পার্ক সম্প্রতি UNESCO কর্তৃক বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পেয়েছে? উঃ মধ্যপ্রদেশের পান্না ন্যাশনাল পার্ক।
কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর 2020
1. সম্প্রতি কোন রাজ্যে “Orunodi” প্রকল্প চালু করা হয়েছে? উঃ আসাম।
2. সম্প্রতি ভারতের কোন শর্টফিল্ম 93 তম অস্কার পুরস্কারের “Live Action Short Flim” ক্যাটাগরিতে মনোনীত হয়েছে? উঃ ‘Shameless’. Director- Keith Gomes.
3. সম্প্রতি কে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম 22,000 রানের নজির গড়লেন? উঃ বিরাট কোহলি। বিরাট কোহলি হলেন 8 তম (অষ্টম) ব্যাটসম্যান যিনি 22,000 রানের গন্ডি পৌঁছেছেন।
4. BSF Raising Day কবে পালিত হয়? উঃ 1 ডিসেম্বর।
5. সম্প্রতি কোন রাজ্যে রাস্তায় দুর্ঘটনার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে? উঃ পশ্চিমবঙ্গ।
6. বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? উঃ 1 ডিসেম্বর। এবছরের থিম- “Global Solidarity, resilient HIV services”. 1988 সালে প্রথম এই দিনটি পালন করা শুরু হয়।
7. সম্প্রতি কে “BAFTA Breakthrough India ambassador” হিসেবে নিযুক্ত হলেন? উঃ A R Rahaman.
8. সম্প্রতি কোন ক্রিকেটার ODI -তে সবচেয়ে দ্রুততম 12,000 রানের নজির গড়লেন? উঃ বিরাট কোহলি।
9. সম্প্রতি কোন রাজ্যে ‘দুয়ারে সরকার’ নামক প্রকল্প চালু করা হলো? উঃ পশ্চিমবঙ্গ।
2020 সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স -এর কিছু নমুনা প্রশ্ন দেওয়া হল। মূল পিডিএফে সম্পূর্ণ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে।
Exam Bangla ‘র অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা প্রকাশিত 2020 সালের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ টিতে কি কি পাবেন এক নজরে দেখে নিন-
✍️জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স: 3- 5 পৃষ্ঠা।
✍️ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স: 6- 8 পৃষ্ঠা।
✍️মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স: 8- 10 পৃষ্ঠা।
✍️এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স: 11- 14 পৃষ্ঠা।
✍️মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স: 15- 19 পৃষ্ঠা।
✍️জন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স: 20- 23 পৃষ্ঠা।
✍️জলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স: 24- 25 পৃষ্ঠা।
✍️আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স: 26- 27 পৃষ্ঠা।
✍️সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স: 28- 30 পৃষ্ঠা।
✍️অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স: 31- 32 পৃষ্ঠা।
✍️নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স: 33- 38 পৃষ্ঠা।
✍️ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স: 38- 41 পৃষ্ঠা।
✍️2019 গুরুত্বপূর্ণ 100+ কারেন্ট অ্যাফেয়ার্স: 42- 46 পৃষ্ঠা।
✍️ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা (চিত্রসহ): 47- 50 পৃষ্ঠা।
✍️ভারতের রাজ্যগুলির নাম, রাজধানী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল (চিত্রসহ): 51- 55 পৃষ্ঠা।
✍️পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রিসভা (চিত্রসহ): 56- 59 পৃষ্ঠা।
✍️রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ২০২০: 59 পৃষ্ঠা।
✍️ দ্রোণাচার্য পুরস্কার ২০২০: 60 পৃষ্ঠা।
✍️অর্জুন পুরস্কার ২০২০: 60 পৃষ্ঠা।
✍️ধযানচাঁদ পুরস্কার ২০২০: 61 পৃষ্ঠা।
✍️দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২০: 62 পৃষ্ঠা।
✍️সাহিত্য একাডেমী পুরস্কার ২০১৯: 63 পৃষ্ঠা।
✍️অস্কার পুরস্কার ২০২০: 63 পৃষ্ঠা।
✍️নোবেল পুরস্কার ২০২০: 64 পৃষ্ঠা।
✍️পদ্ম পুরস্কার ২০২০: 65- 70 পৃষ্ঠা।
Current Affairs 2020 Bangla PDF Download