১৪ই মার্চ থেকে রাজ্যে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। গোটা রাজ্যের প্রায় ২৩৪৯ টি পরীক্ষা কেন্দ্রে উচ্চমাধ্যমিকে বসেন ৮ লক্ষ ৫৫ হাজার পরীক্ষার্থী। গত ২৭শে মার্চ সম্পন্ন হয়েছে পরীক্ষা। আর এবার সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানালেন আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক স্তরে থাকবে দুটি নতুন বিষয়।
সংসদ সভাপতির কথায়, আগামী শিক্ষাবর্ষ থেকে ইআই মেশিন লার্নিং ও ডেটা সায়েন্সের মতো নতুন বিষয় দুটিকে উচ্চমাধ্যমিক স্তরে সংযোজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে সংশ্লিষ্ট বিষয় দুটিকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে একাদশ শ্রেণী থেকেই বিষয় দুটির সঙ্গে পড়ুয়াদের পরিচয় করানোর চিন্তাভাবনা নিচ্ছে সংসদ।
HS Geography Question PDF 2023: Download Now
এদিন সংসদ সভাপতি জানিয়েছেন আগামী ১০ জুনের মধ্যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে। প্রসঙ্গত, চলতি বছরের উচ্চমাধ্যমিক নিয়ে প্রথম থেকেই সতর্ক ছিল সংসদ। ফলে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মনীতির ঘেরাটোপের মধ্যেই সম্পন্ন হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিক। এ প্রসঙ্গে সংসদ সভাপতি জানান, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নেই মিটেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।