ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এর তরফে প্রকাশ করা হলো কলকাতা পুলিশের এসআই (SI) ও সার্জেন্ট পদে নিয়োগ পরীক্ষার তারিখ। এর আগে পরীক্ষার সম্ভাব্য দিনটি ঘোষণা করা হয়েছিল। আর এবার বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার তারিখ ঘোষণা করলো বোর্ড। সেক্ষেত্রে প্রার্থীরা (wbpolice.gov.in) ওয়েবসাইট থেকে এ বিষয়ে জানতে পারবেন।
কলকাতা পুলিশের Sub- Inspector/Sub-Inspectress (UB) and Sergeant পদে নিয়োগের ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ একজ়ামিনেশনটি আয়োজিত হবে আগামী ১৬ই এপ্রিল ২০২৩ (16.04.23) রবিবার নাগাদ। পরীক্ষার অ্যাডমিট কার্ড শীঘ্রই দেওয়া হবে পরীক্ষার্থীদের। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট মারফত অ্যাডমিট কার্ড প্রকাশের দিনক্ষণ সম্বন্ধে জানা যাবে।
চাকরির খবরঃ পাওয়ার গ্রিড কর্পোরেশনে কর্মী নিয়োগ
যদিও, এর আগেই বোর্ড জানায় প্রয়োজনে পরিবর্তিত হতে পারে পরীক্ষার তারিখ। প্রসঙ্গত, কলকাতা পুলিশের এসআই ও সার্জেন্ট পদে নিয়োগের পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। এই পরীক্ষায় অংশগ্রহণ করেন রাজ্যের বহু সংখ্যক পরীক্ষার্থী। সংশ্লিষ্ট পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য ওয়েবসাইট মারফত জানতে পারবেন প্রার্থীরা। এছাড়া পরীক্ষা সম্বন্ধীয় পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার নির্দেশ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের।