এগ্রিকালচার ইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড (AIC) -তে প্রকাশিত হল নিয়োগ বিজ্ঞপ্তি। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সহ আবেদন পদ্ধতি নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদন।
Employment No – AIC/Rect/MT(40) -2022-23
পদের নাম – Management Trainees/ Legal
মোট শূন্যপদ – ৪০টি। (SC – ৬টি, ST – ৩টি, OBC – ১০টি, EWS – ৪টি, UN – ১৭টি।)
শিক্ষাগত যোগ্যতা – গ্রাজুয়েশন ইন এগ্রিকালচার মার্কেটিং, এগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট, রুরাল ম্যানেজমেন্ট অথবা যে কোন আইন বিভাগীয় বিষয়ে ৬০% নাম্বারসহ স্নাতক হওয়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ৬০,০০০ টাকা।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে Coal India -তে চাকরির সুযোগ
বয়সসীমা – ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে। জাতিভিত্তিক বয়সের ছাড় উপলব্ধ আছে।
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি – কম্পিউটার বেসড পরীক্ষা (CBT) -র মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।
আবেদন করার অন্তিম তারিখ – ০৬ এপ্রিল, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Click Here