চাকরির খবর

বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Advertisement

সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট (CPRI) -এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সম্প্রতি। ভারত বর্ষের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত বিবরণ থাকলো আজকের এই প্রতিবেদনে।

Employment no – CPRI/01/2023 RECRUITMENT

১. পদের নাম- Technician Grade 1
মোট শূন্যপদ- ২৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সহ স্বীকৃত আইটিআই (ITI) থেকে ইলেকট্রিক্যাল ট্রেডে সার্টিফিকেট থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- ১৯,৯০০ টাকা।

আরও পড়ুনঃ কৃষি দপ্তরে কর্মী নিয়োগ

২. পদের নাম– Scientific Assistant
শিক্ষাগত যোগ্যতা– রসায়ন বিষয়ে স্নাতক (B.Sc.) সহ সংশ্লিষ্ট কাজে নূন্যতম ৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ– ১৭ টি।
মাসিক বেতন– ৩৫, ৪০০ টাকা।

৩. পদের নাম- Engineering Officer Grade 1
মোট শূন্যপদ- ৪০ টি।
শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ফার্স্ট ক্লাস ডিগ্রী থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- ৪৪, ৯০০ টাকা।

৪. পদের নাম– Assistant Grade 2
শিক্ষাগত যোগ্যতা– বিএ, বিএসসি, বিকম, বিবিএ অথবা বিসিএ সাবজেক্টে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্রেড বি সার্টিফিকেট সহ NIE প্রাপ্ত কম্পিউটার সার্টিফিকেট থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ– ১৮ টি।
মাসিক বেতন– ২৫, ৫০০ টাকা।

বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ

বয়সসীমা– প্রতিটি পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি– ইচ্ছুক প্রার্থীরা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট -এর অফিসিয়াল ওয়েবসাইট (https://cpri.res.in) থেকে করা যাবে আবেদন।

আবেদন ফী– Engineering Officer, Scientific Assistant পদের জন্য ১০০০/- টাকা। Technician, Assistant Grade 2 পদের জন্য ৫০০/- টাকা আবেদন ফী লাগবে।

বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ

আবেদনের শেষ তারিখ – ১৪ এপ্রিল, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Click Here

Related Articles