ইতিহাস বইয়ের পাতায় আর থাকবেনা মুঘল অধ্যায়। কোনোও বিক্ষিপ্ত আলোচনা নয় বরং সরাসরি সিদ্ধান্ত নিল কেন্দ্র। কেন্দ্রীয় বিদ্যালয়ের সিলেবাস থেকে বাদ দেওয়া হলো মুঘল যুগের ইতিহাস। শুধু তাই নয় প্রতিটি কেন্দ্র চালিত বিদ্যালয়, আর্মি স্কুল, সেন্ট্রাল স্কুল ও সিবিএসই (CBSE) অনুমোদিত স্কুলগুলির দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে এই অধ্যায় না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশে শিক্ষা দপ্তরে বিপুল নিয়োগ
শীঘ্রই দেশ জুড়ে কার্যকর হতে চলেছে জাতীয় শিক্ষা নীতি। তার আগেই সিলেবাস সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার পথে কেন্দ্রীয় সরকার। আগামী ২০২৩- ২৪ শিক্ষাবর্ষ থেকে এই নয়া সিলেবাস চালুর সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সিলেবাস কার্যকর হবে উত্তরপ্রদেশ বোর্ডেও। এহেন সিদ্ধান্তের জেরে দ্বাদশ শ্রেণীর ইতিহাস বই থেকে বাতিল হলো ‘কিংস অ্যান্ড ক্রনিকলস: দ্য মোগল কোর্টস’ শীর্ষক অধ্যায়টি।
ঘটনা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, “এটি ভয়ঙ্কর সিদ্ধান্ত। এবার তুর্কি আফগানদের নিয়েও প্রশ্ন উঠবে। বাংলার ইলিয়াস শাহীদের নিয়ে কি করবে জানি না। চারশো বছরের ইতিহাস বাদ দিতে চাইছে। এর বিকল্প হিসাবে কি থাকবে?” তাঁর মতে, ঘটনাটি নিয়ে সর্বস্তরে প্রতিবাদ হওয়ার দরকার। সংশ্লিষ্ট সিদ্ধান্তে ক্ষুব্ধ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অধ্যাপক আশিষ দাস। তিনি বলেন, “ভারতের ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছে কেন্দ্র। মুঘল শাসনকে বাদ দিয়ে কি ভারতের ইতিহাস বোঝা সম্ভব?”
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
সূত্রের খবর, অন্যান্য বিষয়ের সিলেবাস থেকেও বাদ যেতে চলেছে বেশ কিছু অধ্যায়। যেমন, সমাজ বিজ্ঞানের বই থেকে বাদ যাচ্ছে ‘আমেরিকান হেজিমনি ইন ওয়ার্ল্ড পলিটিক্স’। এছাড়া ‘দ্য কোল্ড ওয়ার এরা’, একাদশ শ্রেণীর সিলেবাস থেকে ‘সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস’ অথবা ‘শিল্প বিপ্লব’ অধ্যায় না রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত, বর্তমান কেন্দ্রীয় সরকারের তরফে দেশের বিভিন্ন প্রান্তের জনপথ ও সড়কের মুঘল ঘেঁষা নামের পরিবর্তন চলছে। তবে এবার ইতিহাস বই থেকে মুঘল অধ্যায় বাদ দেওয়ার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিভিন্ন স্তরে। ভারতের ইতিহাস পারস্পরিক সুত্রে বাঁধা। সেখান থেকে একটা বিরাট সময়কাল বাদ দিলে তার বিকল্প আনা কার্যত অসম্ভব। তাছাড়া ইতিহাসের পাতা থেকে মুঘল শাসনকাল বাদ গেলে তা যে আগামী দিনের পড়ুয়াদের জন্য বিস্তর ক্ষতির সামিল তারই আশঙ্কা করছে শিক্ষামহল।