চাকরির খবর

SSC CGL 2023: শুরু হলো রেজিস্ট্রেশন প্রক্রিয়া, আবেদন করুন সরাসরি!

Advertisement

স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে আরম্ভ হলো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজামিনেশন (CGL) পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া। গত ৩রা এপ্রিল থেকে শুরু হওয়া এই রেজিস্ট্রেশন চলবে আগামী ৩মে ২০২৩ পর্যন্ত। নির্দিষ্ট সময়কালের মধ্যে অনলাইন মারফত আবেদন জানাতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদন জানানোর জন্য (ssc.nic.in) ওয়েবসাইটে যেতে হবে পরীক্ষার্থীদের।

SSC CGL পরীক্ষার আবেদন জানাবেন কিভাবে?

১) পরীক্ষার্থীদের প্রথমে (ssc.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) সিজিএল ২০২৩ পরীক্ষার অ্যাপ্লিকেশনের লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এরপর লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

৪) এবার আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।

৫) অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে।

৬) আবেদনপত্রটি সাবমিট করে পেজটি ডাউনলোড করে নেবেন। প্রয়োজনে তা প্রিন্ট করে রাখতে পারেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুনঃ দেখে নিন প্রাইমারি টেট ইন্টারভিউ তারিখ কবে

SSC CGL 2023

প্রসঙ্গত, CGL Tier-I একজামিনেশনটি আয়োজিত হতে চলেছে চলতি বছরের জুলাই মাস নাগাদ। ইতিমধ্যে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস। পরীক্ষার অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে ১০০/- টাকা। পরীক্ষার্থীরা যদি আবেদনপত্রে কোনোও পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আগামী ৭ই মে ও ৮ই মে নাগাদ কারেকশন উইন্ডো ওপেন করবে কমিশন। সংশ্লিষ্ট পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানতে ও পরবর্তী আপডেট পেতে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন পরীক্ষার্থীরা।

SSC CGL 2023

Official Notification: Download Now
Official Website: Click Here

Related Articles