শিক্ষার খবর

বোর্ড পরীক্ষায় বড়ো পরিবর্তন! বদলে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ধরণ

Advertisement

দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বড়সড়ো পরিবর্তন আনতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। বদল আসতে চলেছে এই শিক্ষাবর্ষ থেকেই। যে সকল পরীক্ষার্থীরা ২০২৪ সালের বোর্ড পরীক্ষায় বসবেন তাঁদের এ বিষয়ে জেনে রাখা প্রয়োজন। সূত্রের খবর, এবার থেকে দীর্ঘ উত্তরের প্রশ্নের পরিবর্তে এমসিকিউ ভিত্তিক প্রশ্নের উপর বেশি জোর দেবে CBSE বোর্ড।

জাতীয় শিক্ষা নীতি অনুসরণ করে বড় পদক্ষেপ গ্রহণের পথে CBSE বোর্ড। সূত্রের খবর, সম্প্রতি দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রশ্নপত্রের প্যাটার্ন বদলের ঘোষণা হয়েছে বোর্ডের তরফে। জাতীয় শিক্ষাক্রম কাঠামো অনুযায়ী প্রশ্নপত্রের প্যাটার্ন সংস্কার করা হবে। ২০২৪ সালে হতে চলা বোর্ড পরীক্ষায় এই নয়া প্যাটার্নের প্রশ্নপত্র তৈরি হবে। নয়া প্যাটার্নের প্রশ্নপত্রে এমসিকিউ (MCQ) ভিত্তিক প্রশ্নের উপর বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রিপোর্ট অনুসারে, সিবিএসই দশম শ্রেণীর প্রশ্নপত্রে কেস ভিত্তিক এমসিকিউ (MCQ) প্রশ্নের ভাগ ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে। এছাড়া অবজেকটিভ সেকশনেও থাকবে এমসিকিউয়ের (MCQ) মতো প্রশ্ন। প্রশ্নপত্রে দীর্ঘ প্রশ্নের জন্য আগে যেখানে বরাদ্দ ছিল ৪০ শতাংশ নম্বর বর্তমানে তা ৩০ শতাংশ করা হয়েছে।

আরও পড়ুনঃ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে চলছে কর্মী নিয়োগ

দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্রে কেস ভিত্তিক এমসিকিউ (MCQ) প্রশ্নের ভাগ ৩০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৪০ শতাংশ হবে। অবজেকটিভ সেকশনেও থাকবে এমসিকিউয়ের (MCQ) মতো প্রশ্ন। এছাড়া দীর্ঘ প্রশ্নের জন্য আগে যেখানে বরাদ্দ ছিল ৫০ শতাংশ নম্বর এবার তা কমিয়ে ৪০ শতাংশ করা হবে। প্রসঙ্গত, ২০২০-২১ সাল থেকেই এমসিকিউ (MCQ) প্রশ্নের ওপর জোর দিচ্ছিল সিবিএসই। আর এবার প্রশ্নপত্রের প্যাটার্নে বড় রদবদলের সিদ্ধান্ত নেওয়া হলো।

এই প্রসঙ্গে সিবিএসই বোর্ডের ডিরেক্টর জোসেফ ইমানুয়েল বলেন, “শিশুদের মধ্যে সৃজনশীল এবং সমালোচনামূলক চিন্তাভাবনার ক্ষমতা বিকাশের উপর জোর দেওয়া হয়েছে জাতীয় শিক্ষা নীতিতে। সেই কারণেই এটা নিশ্চিত করতে হবে যাতে পড়ুয়ারা বিষয়ের গভীরে গিয়ে পড়াশোনা করেন। পাশাপাশি বাস্তমমুখী পড়াশোনার ওপরও জোর দিতে হবে। বর্তমান সময়ের চ্যালেঞ্জ অনুযায়ী শিশুদের প্রস্তুত করতেই প্রশ্ন প্যাটার্নে বদল আনা হচ্ছে।”

বোর্ড

Related Articles