বিশ্ববিদ্যালয়ের নজরদারি সংক্রান্ত নির্দেশ বিতর্কের মাঝেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সারপ্রাইজ ভিজিটে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পূর্বনির্ধারিত সূচি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপস্থিত হন তিনি। অধ্যক্ষদের সাথে আলোচনার পাশাপাশি জাতীয় শিক্ষা নীতি নিয়ে বৈঠকেও বসেন রাজ্যপাল।
সূত্রের খবর, দিল্লি থেকে ফিরে রাজভবনের সামনে দিয়ে যাওয়ার সময় ইউ টার্ন নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌছে যান তিনি। রাজ্যপালের হঠাৎ আগমনে প্রাথমিকভাবে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন উপাচার্য সহ অন্যান্য শীর্ষ কর্তারা। সকালের প্রথম আগমনে কিছুক্ষণ থেকে ফিরে যান রাজ্যপাল। এরপর ফের বিকেলে কলেজ স্ট্রিটের সিইউ ক্যাম্পাসে আসেন তিনি। সূত্রের খবর, সেদিন চার বছরের স্নাতক কোর্স সম্বন্ধে বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকের খবর পেয়েই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার সিদ্ধান্ত নেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উদ্দেশ্য ছিল সব পক্ষের সঙ্গে সরাসরি এ বিষয়ে কথা বলা।
আরও পড়ুনঃ আসন্ন শিক্ষাবর্ষ থেকেই চার বছরের স্নাতক কোর্স
বৈঠক শুরু হতে তাতে যোগ দেন রাজ্যপাল। বৈঠক শেষে অধ্যক্ষেরা জানান, চার বছরের স্নাতক কোর্সের বিষয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যে খবর, সব ঠিক থাকলে আসন্ন শিক্ষাবর্ষ থেকে চার বছরের স্নাতক কোর্স প্রোগ্রাম চালু হতে পারে। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় ভিজিটে এসে রাজ্যপাল অধ্যক্ষদের রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে তুলনা করেন। ছাত্রছাত্রীদের অনুরোধে নিয়মিত ফেস্ট আয়োজনে সম্মতির পাশাপাশি
পড়ুয়াদের দার্জিলিং রাজভবনে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।