এর আগে জানা গিয়েছিল রাজ্যের টেট (TET) উত্তীর্ণদের জন্য আরও একটি পরীক্ষা আয়োজনের কথা ভাবা হচ্ছে। এর দরুণ প্রার্থী তালিকা সংক্ষিপ্ত হবে ও ইন্টারভিউ প্রক্রিয়া অপেক্ষাকৃত সহজতর হবে। সংশ্লিষ্ট পরীক্ষার নাম দেওয়া হয় ‘সুপারটেট’। তবে চলতি বছরে এই ‘সুপারটেট’ আয়োজন হবে কিনা তা নিয়ে আলোচনা চলছিল। আর এবার সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো শিক্ষা দফতর।
সম্প্রতি রাজ্য শিক্ষা দফতর সূত্রে খবর, সুপারটেট (SUPER TET) হওয়া নিয়ে রাজ্যের যে চিন্তাভাবনা ছিল সেটি এ বছর থেকে হবে না। অর্থাৎ ২০২২ সালের প্রাইমারি টেট উত্তীর্ণদের আর কোনও পরীক্ষা দিতে হবে না। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, এর পরবর্তী প্রাইমারি টেটের (TET) যে বিজ্ঞপ্তি প্রকাশ পাবে তাতে ‘সুপারটেটের’ উল্লেখ থাকবে। প্রথম টেটের সফল প্রার্থীদের আরেকবার টেট (TET) বা ‘সুপারটেট’ দিতে হবে।
আরও পড়ুনঃ Lady Constable Syllabus 2023 PDF download
প্রসঙ্গত, রাজ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউ নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউতে অংশগ্রহণ করেন। এদিকে টেট উত্তীর্ণ লক্ষাধিক প্রার্থীর ইন্টারভিউ নেওয়া একাধারে জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এহেন সমস্যার সমাধানে প্রাইমারি টেটের পর অপর একটি পরীক্ষা নিয়ে প্রার্থী তালিকা সংক্ষিপ্ত করে তবে ইন্টারভিউ প্রক্রিয়ায় যাওয়ার ভাবনা আনে রাজ্য। এর ফলে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে বলেই মনে করা হয়েছে। বিষয়টি আলোচনার স্তরে রয়েছে বলে জানা গিয়েছিল এর আগে। তবে এবার সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল রাজ্য শিক্ষা দফতর।