রেজাল্ট

WB GDS 2nd Merit List | প্রকাশিত হলো গ্রামীণ ডাক সেবক পদের দ্বিতীয় মেরিট লিস্ট

Advertisement

WB GDS 2nd Merit List: ভারতীয় ডাক বিভাগের তরফে প্রকাশ করা হলো গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নিয়োগ পরীক্ষার দ্বিতীয় মেরিট লিস্ট। ফলাফল প্রকাশ পেয়েছে অফিসিয়াল ওয়েবসাইট মারফত। যে সকল পরীক্ষার্থীরা গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ পরীক্ষা ২০২৩ এ অংশগ্রহণ করেছিলেন, তাঁরা (Indiapostgdsonline.gov.in) এ গিয়ে মেরিট লিস্ট চেক করে আসতে পারেন।

মেরিট লিস্ট চেক করবেন কিভাবে?

১) GDS পদের রেজাল্ট চেক করার জন্য প্রার্থীদের প্রথমে (https://indiapostgdsonline.gov.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর হোমপেজে ‘Shortlisted Candidates’ এর অন্তর্গত প্রার্থীর নিজস্ব রিজিয়নের GDS এর রেজাল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এবার ‘Supplimentary List-II’ তে ক্লিক করতে হবে।

আরও পড়ুনঃ রাজ্যের স্কুলে সহকারি শিক্ষক নিয়োগ

৪) এরপর তালিকাটি স্ক্রিনে দেখতে পাবেন প্রার্থীরা।

৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে প্রার্থীদের।

GDS

ভারতীর ডাক বিভাগের তরফে গ্রামীণ ডাক সেবক (GDS) পদের রেজিস্ট্রেশন শুরু হয়েছিল ২০২৩ এর জানুয়ারির ২৭ তারিখ থেকে। সূত্রের খবর, প্রায় ৪০,৮৮৯ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ কর্মসূচি গ্রহণ করা হবে। বর্তমানে দেশের সমস্ত রিজিয়নের গ্রামীণ ডাক সেবক পদের দ্বিতীয় নির্বাচিত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী আপডেট পেতে ইন্ডিয়ান পোস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন প্রার্থীরা।

WB GDS

Download WB GDS 2nd Merit List: Download Now

Related Articles