রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্যের অভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। দীর্ঘদিন ধরে চলছে এই সমস্যা। ছয় মাস কি এক বছরের সময়কালে দায়িত্বে আসছেন অস্থায়ী অধ্যাপকেরা। মেয়াদ ফুরোলে চলে যাচ্ছেন তাঁরা। এরপর পরের নিয়োগ না হওয়া পর্যন্ত কার্যত ফাঁকা পড়ে থাকছে সেই স্থান। যার দরুন সৃষ্টি হচ্ছে প্রশাসনিক অচলাবস্থার পরিস্থিতি।
এই সকল বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, ও দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, বর্তমানে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ শূন্য। বিশ্ববিদ্যালয়ের অর্থ সচিব অবসর গ্রহণ করতে চলেছেন চলতি মাসেই। এছাড়া স্টাডি সেন্টার অধিকর্তার পদও ফাঁকা। এ বিষয়ে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ হিউম্যানিটিজের ডিরেক্টর অধ্যাপক মননকুমার মন্ডল জানান, বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খুবই সঙ্কটজনক। তাঁর কথায়, “আমরা অবিলম্বে চাইছি অস্থায়ী উপাচার্য নিয়োগ ও অর্থনৈতিক-প্রশাসনিক অচলাবস্থার নিরসন হোক।” সমস্যা সমাধানে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছেন তাঁরা। এই একই সমস্যায় জর্জরিত রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি।
আরও পড়ুনঃ বদলে গেল বোর্ডের সিলেবাস
গত ১৪ই মার্চ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ সংক্রান্ত একটি ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। সেখানে স্পষ্ট উল্লেখ থাকে, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্যের নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষেত্রে আর কোনও ক্ষমতা নেই রাজ্যের। হাইকোর্টের নির্দেশ অনুসারে, উপাচার্যদের একমাত্র নিয়োগ করতে পারবেন আচার্য। এদিকে, বর্তমান পরিস্থিতিতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি স্থায়ী উপাচার্যের অভাবে যে গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্যার সমাধান যাতে শীঘ্রই হয়, এখন তারই দাবি তোলা হচ্ছে।