Primary TET 2014: ২০১৪ সালের প্রাইমারি টেট (TET) পরীক্ষার ভুল প্রশ্ন সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল আদালতে। অভিযোগ, সে বছরের টেট পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন ভুল ছিল। ইতিমধ্যে, এই সকল ভুল প্রশ্নের নম্বর পেয়ে চাকরি পেয়ে গিয়েছেন অনেক প্রার্থী। তবে এবার আদালতের তরফে নির্দেশ, ভুল প্রশ্নের জন্য বাড়তি নম্বর দিতে হবে সকল পরীক্ষার্থীদের।
এর আগে টেট (TET) পরীক্ষার ১১টি প্রশ্নকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল হাইকোর্টে। সংশ্লিষ্ট প্রশ্নগুলি ভুল কিনা তার বিবেচনার দায়িত্ব দেওয়া হয় বিশ্বভারতীকে। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন। বিবেচনা সেরে বিশ্বভারতী জানায় মোট ছয়টি প্রশ্নে ভুল রয়েছে। বিচারপতির নির্দেশ ছিল মামলাকারীদের নম্বর বাড়িয়ে চাকরি দিতে হবে। এদিকে, নতুন একটি মামলা করে পরীক্ষার্থীরা দাবি তোলেন, কেবল মামলাকারীরা নয় সকল পরীক্ষার্থীদেরই নম্বর দিতে হবে পর্ষদকে। হাইকোর্টের তরফে এই আবেদন খারিজ করা হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পরীক্ষার্থীরা। শীর্ষ আদালতের তরফে ফের এই মামলা পাঠানো হয়েছিল হাইকোর্টে। এরপরই বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলার রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুনঃ জেলা প্রশাসনে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ
এদিন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ২০১৪ সালের টেট (TET) পরীক্ষার ভুল প্রশ্নের জন্য সকল পরীক্ষার্থীরা বাড়তি ৬ নম্বর করে পাবেন। অতএব হাইকোর্টের এই নির্দেশের পরে নম্বর বাড়তে চলেছে প্রচুর সংখ্যক পরীক্ষার্থীর। এর ফলে গোটা প্রক্রিয়ায় নতুন করে জটিলতা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।