তীব্র দাবদাহের সতর্কতা জারি হয়েছে রাজ্যে। তাপমাত্রা পৌছে যাচ্ছে ৪০, ৪২ ডিগ্রিতে। গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এহেন পরিস্থিতিতে পড়ুয়াদের কথা চিন্তা করে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারের নির্দেশ অনুসারে, আগামী ২ মে থেকে পড়ে যাচ্ছে গরমের ছুটি। তবে এই ছুটির ফলে পড়ুয়াদের পঠনপাঠনে যাতে কোনও বিঘ্ন না ঘটে সেই চিন্তা করে এবার শিক্ষক, শিক্ষিকাদের উদ্দেশ্যে জারি করা হয়েছে নির্দেশিকা।
স্কুল শিক্ষা দফতরের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, গরমের ছুটি এগিয়ে আসায় বিদ্যালয়ের পঠনপাঠনে যে সময় নষ্ট হচ্ছে সেই ক্ষতির পূরণে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের। সেক্ষেত্রে গরমের ছুটির পর স্কুল খুললে পড়ুয়াদের স্বার্থে অতিরিক্ত ক্লাস নেওয়ার বন্দোবস্ত করতে হবে। নির্দেশিকায় জানানো হয়েছে, অতিরিক্ত গরমের কারণে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকা বাদে রাজ্যের সমস্ত জেলার স্কুল বন্ধ থাকবে। তবে এই ছুটি কতদিন চলবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
আরও পড়ুনঃ জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
প্রসঙ্গত, মে মাসের শেষ সপ্তাহ থেকেই গরমের ছুটি পড়ার কথা ছিল। এদিকে চৈত্রের শেষেই তীব্র গরমে পুড়ছে পশ্চিমবঙ্গ। এরপর বৈশাখ, জৈষ্ঠ মাসে কি হবে তার আশঙ্কা করছেন অভিভাবকেরা। এই পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে আসায় খানিকটা স্বস্তি পেয়েছেন তাঁরা। রাজ্যের তরফে খবর, গরমের ছুটি যাতে কার্যকর হয় তার জন্য আইসিএসই ও সিবিএসই বোর্ডের স্কুলগুলিকেও চিঠি পাঠানো হয়েছে।