প্রাইমারি টেট ২০২২ পরীক্ষা আয়োজিত হয়েছিল ডিসেম্বরের ১১ তারিখ নাগাদ। পরীক্ষার ফলাফল প্রকাশ পায় ফেব্রুয়ারির ১০ তারিখ। ফলপ্রকাশের পর পরীক্ষার্থীদের উত্তরপত্র স্ক্রুটিনির সুযোগ দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এবার সেই স্ক্রুটিনির ফলাফল প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে প্রার্থীরা (www.wbbpe.org) ও (https://wbbprimaryeducation.org) এই দুটি ওয়েবসাইট থেকে স্ক্রুটিনির ফলাফল চেক করতে পারবেন।
স্ক্রুটিনির ফলাফল দেখবেন কিভাবে?
১) প্রার্থীদের প্রথমে (www.wbbpe.org) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার ‘TEACHER ELIGIBILITY TEST-2022 ( TET-2022) (FOR CLASS I TO V, PRIMARY)’
লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর ‘TET-2022 (POST PPR/PPS) RESULTS’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৪) এবার স্ক্রিনে ফলাফলটি দেখতে পাবেন।
৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন।
বৃহস্পতিবার রাত আটটার পর দুটি ওয়েবসাইট মারফত স্ক্রুটিনির ফলাফল প্রকাশ করেছে পর্ষদ।
সূত্রের খবর, প্রায় তিন হাজার প্রার্থীর স্ক্রুটিনির আবেদন জমা পড়েছিল। এই স্ক্রুটিনির ফলে অল্প কিছু সংখ্যক প্রার্থীর নম্বর কমলেও কোনোও প্রার্থীর নম্বর বাড়েনি। এ বিষয়ে বিস্তারিত জানতে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।