শিক্ষার খবর

সিলেবাস থেকে ‘মুছে’ গেলেন মৌলানা আবুল কালাম আজাদ! ফের বিতর্কে NCERT পাঠ্যক্রম

Advertisement

NCERT পাঠ্যবই থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস বাদ দেওয়ার প্রসঙ্গে জলঘোলা হয়েছে বিস্তর। বিতর্ক রুখতে মুখ খোলেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) সভাপতি। এরপর রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে মহাত্মা গান্ধী, আরএসএস ও নাথুরাম গডসে কে নিয়ে বিরাট রদবদলের খবর প্রকাশ্যে আসে। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই একবার ফের বিতর্কে এনসিইআরটির পাঠ্যক্রম। সূত্রের খবর, এবার সিলেবাস থেকে মুছে গেলেন মৌলানা আবুল কালাম আজাদ।

একাদশ শ্রেণীর পাঠ্যবই থেকে বাদ পড়লো দেশের প্রথম শিক্ষামন্ত্রীর নাম! কেবল তাই নয় সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের উল্লেখ। সূত্রের খবর, একাদশ শ্রেণীর পাঠ্যবইতে প্রথম অধ্যায় ‘সংবিধান- কেন ও কিভাবে’ তে একটি লাইন ছিল ‘সাধারণত জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, এবং বি আর আম্বেদকর এই কমিটি গুলির পৌরহিত্য করতেন’। নয়া সংস্করণে বদল আনা হয়েছে সংশ্লিষ্ট লাইনটিতে। এখানে সবার নাম রাখা হলেও উল্লেখ থাকছে না মৌলানা আবুল কালাম আজাদের নাম। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানের দশম অধ্যায় ‘সংবিধানের দর্শন’ থেকে বাদ দেওয়া হয়েছে একটি লাইন। যার ফলে জম্মু ও কাশ্মীরের শর্তাধীন ভারতভুক্তির প্রসঙ্গ এখন বাতিলের তালিকায়।

আরও পড়ুনঃ জেলা প্রশাসনে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ

প্রসঙ্গত, এনসিইআরটির (NCERT) সিলেবাসে এহেন রদবদলের ফলে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। গুরুত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামী মৌলানা আজাদ কিংবা কাশ্মীরের অন্তর্ভুক্তির ইতিহাস বাদ দিলেই কি ভারতের ইতিহাস বদলে যাবে? প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। এছাড়া এহেন পরিবর্তনের ফলে যে আদতে শিক্ষার্থীদেরই ক্ষতি হচ্ছে তাও মনে করছেন অনেকে।

মৌলানা আবুল কালাম আজাদ

Related Articles