দেশে পরিচালিত সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF) নিয়োগ পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এর আগে ঘোষণা হয়েছিল, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF) এর নিয়োগ পরীক্ষা হিন্দি ও ইংরেজি ভাষায় পরিচালিত হবে। তবে এবার থেকে বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। আগামী ২০২৪ সালের পরীক্ষা থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানা যাচ্ছে।
দি মিনিসট্রি অফ হোম অ্যাফেয়ারস (MHA) এর তরফে শনিবার ঘোষণা হয়েছে, এবার থেকে হিন্দি ও ইংরেজির সাথে আরও তেরোটি ভারতীয় আঞ্চলিক ভাষায় পরিচালিত হবে CAPF কনস্টেবল নিয়োগ পরীক্ষাটি। সেই ভাষাগুলি হলো বাংলা, অসমিয়া, গুজরাটি, মারাঠি, মালয়ালম, কন্নড়, তামিল, তেলেগু, উড়িয়া, উর্দু, পাঞ্জাবি, মণিপুরী ও কঙ্কোনি।
আরও পড়ুনঃ CRPF Recruitment: কনস্টেবল পদে ৯২১২ শূন্যপদে নিয়োগ
প্রসঙ্গত, দেশে আয়োজিত সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF) কনস্টেবল নিয়োগের পরীক্ষাটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। এই পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। সম্প্রতি হিন্দি ও ইংরেজির পাশাপাশি অন্যান্য আঞ্চলিক ভাষায় CAPF কনস্টেবল নিয়োগ পরীক্ষা আয়োজনের ঘোষণাকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে উল্লেখ করা হচ্ছে। এর ফলে পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিশেষ সুবিধা হবে বলেই ধারণা করা যাচ্ছে।