ভারত সরকারের অধীনস্থ রেল এবং অন্যান্য যানবাহন যন্ত্রাংশ নির্মাণ সংস্থা ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML) সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আগ্রহী চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, বেতন কাঠামো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ও উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।
Employment no- KP/S/04/2023
পদের নাম – Manager/ Assistant Manager
মোট শূন্যপদ – ৯ টি। (ST – ৩টি, OBC – ৬টি।)
শিক্ষাগত যোগ্যতা – ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে CA/ Mechanical/ Electrical/ Automobile অথবা M.Tech ডিগ্রী অর্জনকারী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ৬০,০০০ টাকা।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্টাফ নিয়োগ
পদের নাম – Officer/ Assistant Officer
মোট শূন্যপদ – ১৯ টি। (কেবল মাত্র ST প্রার্থীদের জন্য।)
শিক্ষাগত যোগ্যতা – ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MA/ MBA/ MSW/ HR বিষয়ে ডিগ্রী অর্জনকারী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ৪০,০০০ টাকা।
পদের নাম – Diploma Trainees
মোট শূন্যপদ – ৩৪ টি। (SC – ২১টি, ST – ১৩টি।)
শিক্ষাগত যোগ্যতা – ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ের ওপর ৭০% নম্বর সহ ৩ বছরের সম্পূর্ণ ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকলে প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ২৩,৯১০ টাকা।
আরও পড়ুনঃ রামকৃষ্ণ মিশনে শিক্ষিকা নিয়োগ
বয়সসীমা – উপরিক্ত সমস্ত পদগুলিতে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। নিয়মানুগভাবে তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য বয়সে বিশেষ ছাড়ের সুবিধা রয়েছে।
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (www.bemlindia.in) গিয়ে, “Apply ON-LINE” উইন্ডো থেকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি – উক্ত পদগুলিতে আবেদন করার জন্য কেবলমাত্র OBC প্রার্থীদের এককালীন ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ – ১ মে, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Apply Now