চাকরির খবর

সরকারি কর্মী নিয়োগে স্টাফ সিলেকশন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার!

Advertisement

রাজ্যের সরকারি দপ্তরগুলিতে কর্মী নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশন (SSC) গঠনের বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। ১৭ই এপ্রিল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের আইন দপ্তর। সূত্রের খবর, এসএসসিতে থাকবেন চেয়ারম্যান ও সর্বাধিক ছয় জন সদস্য।

রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মী নিয়োগে স্টাফ সিলেকশন কমিশন গঠনের দাবি তোলে। যার উদ্দেশ্য ছিল পাবলিক সার্ভিস কমিশন (PSC) এর নিয়োগ প্রক্রিয়ার উপর চাপ কমানো। বিধানসভায় বিল পাশ করে স্টাফ সিলেকশন কমিশন গঠন করে সরকার। সল্টলেকের বিকাশ ভবনে তৈরি হয় এসএসসির অফিস। কিন্তু পরবর্তীতে এসএসসি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। তার কয়েক বছর যেতে গত বছর বিধানসভায় ফের এই সংক্রান্ত বিল পাশ হয়। এই বিলে সম্মতি দেন রাজ্যপাল। এরপরই স্টাফ সিলেকশন কমিশন গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য সরকার।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক

সূত্রের খবর, এসএসসিতে পদাধিকারীদের নিয়োগ প্রক্রিয়া অতি শীঘ্রই শুরু করবে রাজ্য। রাজ্যের এসএসসিতে থাকা চেয়ারম্যান ও সদস্যরা ৬৫ বছর পর্যন্ত কাজ করতে পারবেন। তাঁদের কার্যকালের সর্বোচ্চ মেয়াদ হবে পাঁচ বছর। এতদিন পাবলিক সার্ভিস কমিশন (PSC) রাজ্যে বিভিন্ন পদের সরকারি কর্মচারীদের নিয়োগ করতো। তবে এবার রাজ্যের ইঙ্গিত, গ্রুপ এ ছাড়া অন্যান্য পদের নিয়োগ কর্মসূচি পরিচালিত হবে এসএসসির মাধ্যমে।

স্টাফ সিলেকশন কমিশন

Related Articles