ভারত তথা বিশ্বের কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে অন্যতম হলো UPSC। বিভিন্ন সময়ে ইউপিএসসি (UPSC) কৃতীদের সাফল্যের গল্প ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। কখনও কঠিন পরিস্থিতিকে অতিক্রম করে, তো কখনও স্বপ্ন পূরণের নজির রেখে তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছেন তাঁরা। তেমনই ইউপিএসসি (UPSC) টপার সঙ্গীতা রাঘবের পিএইচডির পড়াশোনা ছেড়ে ইউপিএসসি (UPSC) জয়ের কাহিনী মনে রাখবে দেশবাসী।
হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা সঙ্গীতা রাঘব। দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন গুরুগ্রামের দেবসমাজ বিদ্যানিকেতন স্কুলে। এরপর তিনি ভর্তি হন সরকারি গার্লস কলেজে। সেখান থেকে স্নাতক হন তিনি। এরপর দিল্লির ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয় থেকে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর পাশ করেন। স্নাতকোত্তর পাশের পর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য ভর্তি হন তিনি। কিন্তু মাঝপথে পিএইচডি ছেড়ে ইউপিএসসির প্রস্তুতি শুরু করেন। একবারেই যে সাফল্য মিলেছে তা নয়। ২০১৭ সালে প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসেন তিনি। প্রথম চেষ্টায় সফলতা আসেনি। তবে সেখানেই হাল ছাড়েননি সঙ্গীতা। ২০১৮ সালে দ্বিতীয়বার ফের পরীক্ষায় বসেন। আর সেই বছর শুধু উত্তীর্ণ নয়, টপার হয়েছিলেন তিনি। ইউপিএসসিতে দ্বিতীয় স্থান অর্জন করেন সঙ্গীতা রাঘব। বর্তমানে সাহারানপুরের SDM তিনি।
আরও পড়ুনঃ কোচিংয়ে না পড়েই UPSC সফল ‘তেজস্বী’ মেয়ে
কিভাবে এল এই নজরকাড়া সাফল্য? উত্তরে সঙ্গীতা জানান, প্রথমবারে অসফলতা হতাশ করতে পারেনি তাকে। বরং দ্বিতীয়বার দ্বিগুণ উদ্যমে শুরু করেন প্রস্তুতি। প্রতিদিন বারো-তেরো ঘন্টা পড়াশোনা করতেন সঙ্গীতা। সাহায্য নিতেন সিনিয়রদের। মন শান্ত রাখতে নিয়মিত যোগ ব্যায়াম করতেন তিনি। সঙ্গীতার বাবা দীনেশ রাঘব ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। সঙ্গীতারও ইচ্ছে ছিল সরকারি কর্মকর্তা হয়ে মানুষের পাশে দাঁড়ানোর। নিজের প্রতি বিশ্বাস রেখে সেই স্বপ্ন পূরণ করেছেন সঙ্গীতা রাঘব।