শিক্ষার খবর

কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি শুরু! নির্দেশিকা জারি করলো উচ্চশিক্ষা দফতর

Advertisement

এবার থেকে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি হবেন পড়ুয়ারা। আগামী শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে এই নিয়ম। কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে কলেজে ভর্তির প্রক্রিয়া। সম্প্রতি মন্ত্রী সভার বৈঠকে সংশ্লিষ্ট নিয়মের ছাড়পত্র মিলেছিল। আর এবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করলো রাজ্য উচ্চশিক্ষা দফতর।

উচ্চমাধ্যমিকের পর বিভিন্ন কলেজের ওয়েবসাইট মারফত আবেদন জানাতেন পড়ুয়ারা। এরপর মেধাতালিকা বেরোলে পছন্দের কলেজে ভর্তি হতেন তাঁরা। তবে এবার থেকে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির আবেদন জানাতে হবে পড়ুয়াদের। সূত্রের খবর, কেন্দ্রীয় ভাবে তৈরি করা একটি মেধাতালিকার ভিত্তিতে কলেজ বাছাইয়ের সুযোগ পাবেন পড়ুয়ারা। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত করা হবে একটি করে মেধাতালিকা। সেই মেধাতালিকার উপর ভিত্তি করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলি বেছে নেবেন তাঁরা। এছাড়া একাধিকবার নয় বরং একবারই আবেদন ফি জমা দিতে হবে তাঁদের।

আরও পড়ুনঃ বাংলায় দেওয়া যাবে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা

সাধারণত কলেজে ভর্তির প্রক্রিয়াকে সরল করতে ও ছাত্রছাত্রীদের অসুবিধা কমাতে এহেন সিদ্ধান্ত নিয়েছে উচ্চশিক্ষা দফতর। বিকাশ ভবন সূত্রে খবর, কলেজ ইউনিয়নের তরফে অতিরিক্ত টাকার বিনিময়ে পড়ুয়াদের ভর্তির ব্যবস্থা চলছিল বহুদিন ধরেই। এছাড়া বিভিন্ন কলেজের মেধাতালিকা প্রকাশ, ভর্তি নেওয়ার সময় বিভিন্ন হওয়ায় নানান অসুবিধা হতো পড়ুয়াদের। তাই সমাধান স্বরূপ এবার নয়া ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হলো। তবে কিভাবে এই গোটা প্রক্রিয়াটি সংঘটিত হবে, তার জন্য শীঘ্রই অ্যাডভাইজারি জারি করতে চলেছে রাজ্য উচ্চ শিক্ষা দফতর।

কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি

Related Articles