চাকরির খবর

২০১৪ সালের টেটে নিয়োগ কিভাবে? চাকরি পাওয়া শিক্ষকদের সমস্ত তথ্য এবার চেয়ে পাঠালো সিবিআই

Advertisement

শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে চারিদিক থেকে বিদ্ধ পশ্চিমবঙ্গ। তদন্ত এগোতে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আর এবার ২০১৪ সালের টেটে নিয়োগ হয়েছিল কিভাবে তা জানতে চাকরি পাওয়া শিক্ষকদের সমস্ত তথ্য চেয়ে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)।

মঙ্গলবার সিবিআইয়ের তরফে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে একটি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার ডেপুটি সুপারিনটেন্ডন্ট অব পুলিশ সঞ্জয় কুমার সামল। সংশ্লিষ্ট নোটশটিতে সিবিআই পর্ষদকে জানিয়েছে, ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে চাকরি পাওয়া শিক্ষক, শিক্ষিকাদের সিরিয়াল নম্বর সহ নাম, জন্মের শংসাপত্র, পিতার নাম, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর ও কোন স্কুলে তাঁরা কাজ করছেন তা অতি দ্রুততার সঙ্গে সিবিআইকে জানাতে হবে।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক স্তরে পড়ানো হবে দুটি নতুন বিষয়

এই সকল শিক্ষকদের তথ্য জোগাড় করে নিজাম প্যালেসের ১৪ তলায় জমা দিতে হবে পর্ষদকে। নিয়োগ দুর্নীতি তদন্তের স্বার্থে ২০২২ সালের ৮ জুন কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া এক নির্দেশের ভিত্তিতে এই নোটিশ দিয়েছে সিবিআই। এর সাথে শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সেই বিজ্ঞপ্তির প্রতিলিপিও সিবিআইকে দিতে হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে মঙ্গলবার পর্ষদের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০১৪ টেটের ভিত্তিতে নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য দিতে জেলা প্রাথমিক স্কুল কাউন্সিল যেন কোনো বিলম্ব না করে। সূত্রের খবর, সিবিআইয়ের নোটিশ মিলতে ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে।

২০১৪ সালের টেটে নিয়োগ

Related Articles